
"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।"
এক মৌলভী পোস্ট দিয়েছেন
"শাড়িকে একটি নোংরা পোশাক বানিয়ে দিয়েন না।
শরীর না দেখিয়েও শাড়ি পরা যাই। ডিপ কাটের ব্লাউজ, আঁচল বুকের সামনে থেকে নামিয়ে বা স্লিভলেস ব্লাউজ পরে আবেদনময়ী পোজ দিয়ে মনে করেন খুব এস্থেটিক লাগছে।
আম্মুর শাড়ী পরার আগে আম্মুর থেকে আম্মুর মত করে শাড়ী পরা শিখে নিবেন। "
তার মানে নোংরামির সংজ্ঞা হলো শরীর দেখা যায় মতো শাড়ি পড়া। একজন মেয়ে শাড়ি পড়লে শরীরের কিছু অংশ দেখা যাবে স্বাভাবিক ভাবে। ডিপ কাটের ব্লাউজ পরলে হয়তো শরীর একটু বেশি দেখা যায়। আর নরমাল হাফ হাতা ব্লাউজ পরলে হাতের কিছু অংশ দেখা যায়। ইসলামে কি শরীরের কিছু অংশ দেখা যাওয়া জায়েজ। আর তাছাড়া মমিনগন পেটের কথা বললেল না কেন? শাড়ি পরে কি পেট ঢেকে রাখা সম্ভব। পিঠ ঢেকে রাখা সম্ভব! শাড়িও পরবে আবার শাড়ীর ভেতর হিজাবও টানবে এটা কেমন কথা। আল্লাহকে ভয় করলে শাড়ি পরার দরকার কি? শুধু বোরখা পরুক। আর একান্তই যদি শাড়ি পরে তাহলে কেউ প্রেজেন্ট ট্রেন্ড মেন্টেন করে ড্রেসাপে ফ্যাশনেবল বা স্টাইলিস হলে কি প্রবলেম!
নীচে ব্যবহৃত ছবি গুলো দেখুন। একই মেয়ে দুই ভাবে ১) আল্লামাদের মত ২) আধুনিক ভাবে। খেয়াল করুন দুইটাতেই কিন্তু আ বেদনময়ী দেখাচ্ছে। একদম উপরে ব্যাবহৃত ছবিটি দেখুন। আল্লামা দের মন মত। অথচ দুইটি মেয়েকে যথেষ্ট আবেদনময়ী দেখাচ্ছে।
আসলে একটি মেয়েকে আবেদনয়ী দেখায় ফিগার, ড্রেসাপ সেন্স, কনফিডেন্স, মেক আপ, কালার কম্বিনেশন ইত্যাদির সমন্বয়ে। শুধু শাড়ি এখানে মেটারই করেনা।


মৌলভীরা দেশের একজন পরিচালক ও তার বানানো নাটক ফিমেল- ৪ বয়কট এর ডাক দিয়েছে। তার অপরাধ সে কোকের বিজ্ঞাপন দিয়েছে। দেখুন এই মৌলভীরা ফিলিস্তিন এর প্রতি সাধারণ মুসলিম এর সমর্থনকে মৌলবাদ কায়েমের নোংরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এদের বয়কট গুলো সব মিডিয়া কেন্দ্রীক, মুক্তমনা ও মানবতা বিরোধী, ভারত বিদ্বেষ ইত্যাদি। যা জামায়াত শিবিরের রাজনৈতিক উদ্দেশ্যে বা এজেন্ডা বা কার্যক্রম বা লক্ষ্য উদ্যেশ্যের সাথে হুবুহু মিলে যায়।
কিছুদিন আগে হিজড়াদের নিয়ে নাটক বানানোর কারণে আমাদের এক পরিচালক ও দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে ক্ষমা চেয়ে ইউটিউব থেকে নাটকটি মুছে দিতে হয়েছিল।
তাই বয়কট নামক নাটকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন। মৌকবাদীদের নোংরা রাজনৈতিক ফাঁদে পা দিবেন না। যদি স্বাস্থগত ঝুঁকির কারণে আপনি কোল্ড ড্রিংকস এভয়েড করেন তাহলে ঠিক আছে। কিন্তু কোক এর বদলে কতগুলো বিষাক্ত পানীয় খাওয়া ছাগুসূলভ কর্মকান্ড। ছাগুদের ছাগু বলা হয় কারণ তাদের মাথায় বুদ্ধি নেই। আপনি একজন মেধাবী ও শিক্ষিত হয়ে বয়কট বয়কট বলে চিল্লাপাল্লা করে ওদের লেভেলে নেমে যাবেন না।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
ঈদ মুবারক।
*পোস্টে ব্যবহৃত ছবি নিজস্ব*
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




