
প্রথমেই বলে রাখি ছবিটি নব জন্ম নেয়া এক নব জাতকের। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম এর মেয়ে। লিনার কাজিনের বেবি।ওর নাম রাখা হয়েছে আন্দোলন। এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার পরিবার ছিল।ছাত্রছাত্রী ও মিডিয়া প্রফেশানালরা রাস্তায় ও ঘরের মুরুব্বিরা পরোক্ষ ও মানিসিক সমর্থন দিয়েছেন। আমি টানা ১৬ দিন অফলাইনে অনলাইনে রাজপথে হাসপাতালে কোর্টে এই আন্দোলন এর সাথে ছিলাম।
এইবার আসি মূল পোস্টে। গণভবনে ছাত্ররা ঢুকার পর থেকে অত্যন্ত লজ্জাজনক কাজ করছে। আমাদের ১৬ কোটি মানুষের জিনিসপত্র আসবাবপত্র লুটপাট করছে। পুরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। সং্খ্যলঘুদের হুমকি দিচ্ছে। বিশৃঙ্খলা করছে।এই বিজয়ের পর বিএনপি জামায়াত এর সন্ত্রাসীরা আওয়ামী মুক্তমনা সমর্থিত ব্লগার অনলাইন এক্টিভিস্টদের সাথে পোস্ট মন্তব্য ইত্যাদির মাধ্যমে এমন আচরণ করছে যেমন আচরণ করেছিল কথিত ছাত্রলীগ। বাংলাদেশের জনপ্রিয় ইউটুবার সালমান মিক্তাদির যাদের নাম দিয়েছে টুকাই লীগ।
গণভবন লুটপাট এর কিছু ছবি দেখুন। শুধু তাই নয়। জাতীর জনকের ভাষ্কর্য ভেঙেছে কিছু কুলাঙ্গার। সে ছবি আপলোড দিয়ে পৈশাচিক উল্লাস করছে আরও কিছু কুলাঙ্গার।






মনে রাখবেন এই বিজয় আল্লাহ দিয়েছেন। কারণ তিনিই আল ফাত্তাহ। তিনি সীমালঙ্ঘন কারীদের পছন্দ করেন না। দুনিয়ায় আছে তাদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি ও পরকালে চিরস্থায়ী জাহান্নাম।আল্লাহ মাত্র একটি মশা দিয়ে পতন করেছিলেন নমরুদ এর। মাত্র একটি মুখের কথা দিয়ে পতন ঘটিয়েছেন হাসিনার। সে আল্লাহ আপনাকেও মুহুর্তের মধ্যে ডাস্টবিন বানাতে পারে।
।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




