ব্লগার সোনাগাজীকে ব্যক্তি আক্রমণ করে প্রতিদিন ১ টি পোস্ট ও গড়ে ১৫/২০ টি মন্তব্য করে কিছু ব্যক্তি আক্রমণ কারী । কোন ব্লগার যদি ব্লগের নীতিমালা ভাঙে তাকে দমন করার জন্য ব্লগ টিম ও মডারেটর আছেন। ব্লগার সোনাগাজী যদি ব্যক্তি আক্রমণ এর দায়ে অগণিত বার নীতিমালায় আসে, তাহলে এসব গায়ে পারা দিয়ে যারা ঝগড়া করে তাদের কেন একবারও নীতিমালাতে আনা হয়না? কিসের দুর্বলতা অন্য ফেতনাবাজ ফ্যাসাদকারী, ক্যাচাল বাজ, নিন্দুক, মিথ্যুক, হিংসুক এসব গরু ছাগল এর প্রতি?।ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ২/৩ টা সাইকো মাল্টি থেকে ১৫/২০ জনের ভেক ধরে ব্লগারদের হত্যার উদ্দেশ্যে তালিকা করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, বিএনপি জামাত কাঠমোল্লাদের নোংরামির সমালোচনা করলে অকথ্যা ভাষায় গালিগালিগালাজ করছে। মতের অমিল হলেই ব্লগ থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছে। বিএনপি জামায়াত ঘরনার ২/৩ জন মুই কি হণুরে ভেক ধরছে।
শুধু মাত্র মডারেশনের সাথে জড়িত দুইজন এর ছায়া তাদের উপর আছে বলে তারা প্রতিদিন ভিন্নমতের ব্লগারদের নোংরা ব্যক্তি আক্রমণ করছে। হক কথা বলার অপরাধে স্বয়ং মডারেটরকে জবাবদিহি করতে বাধ্য করছে। সারাদিন বিএনপি জামাতের দালালি করে পোস্ট দেয়, ভিন্নমতের ব্লগারদের গালি গালাজ করে অথচ এই ইবলিশ এর ভাইরা ভাই দের কেউ বিএনপি জামাত বললে মডুকে ডেকে নিয়ে আসছে। আর মডু বারবার এই নোংরা নর্দমার কীঠদের কথা শোনছেন।
মডারেটর বলুক এই ব্লগে কথিত জাতীয়তাবাদী ভেক ধরা একটা ঘৃণ্যরা যা ইচ্ছা তা করবে। নীতিমালা তাদের জন্য না। এটা তাদের বাপের ব্লগ, এই ২/৩ জন নরপিশাচ ১৫/২০ জনের ভেক ধরে ব্লগকে ডাস্টবিন বানাবে কেউ কিছু বললে তারে ব্যান করা হবে তাহলে আমার কোন চাওয়া নেই। কিন্তু মডারেশন যদি বলে এই ব্লগে ফ্যাসিস্ট ও ছাগু ছাড়া সকলের অধিকার সমান। নীতিমালায় মডারেশনের অতিপ্রিয়রা ভাঙুক কিংবা সামুর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নারী ব্লগার শায়মা ভাঙুক অথবা ৯৯% ব্লগার এর প্রিয় ব্লগার মিরোরডডল ভাঙুক। নীতিমালা সবার জন্য সমান তাহলে সম্মানিত মডারেটর এর নিকট বিনীত আবেদন অনুগ্রহ করে উক্ত ১৫/২০ জনের ভেক ধরা ২/৩ জন ঘৃণিত জঘন্য ব্যক্তি কর্ত্তৃক ব্লগার সোনাগাজীকে ব্যক্তি আক্রমণ গালিগালাজ করে প্রতিদিন ১টি পোস্ট ও ১৫/২০ টি মন্তব্য বন্ধ করুন। অনুগ্রহ করে ব্লগারদের নিরাপদ ব্লগিং নিশ্চিত করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮