বিডি আইডল কেও ব্যান করার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাই।এই ব্লগার গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের সাহায্যমুলক পোষ্ট দিয়ে অন্যান্য ব্লগারদের সাহায্য করছিলো। সামুতে এমন দাতা হাজী মহসিন টাইপ ব্লগাররের কোন দরকার নাই। কারন সাহায্য করার নামে বিডি আইডল অন্য ব্লগারদের স্বভাব খারাপ করে দিচ্ছে।
সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই সকল মডারেটর,ছাগু,ভাড়,ষাড়,ঠগদের যারা এই সিদ্ধান্ত কে বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
আজকে থেকে আমিও সামুর একজন ভাড় হিসাবে আত্নপ্রকাশ করলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




