বুকের মাঝে তার হাহাকার, আর চাপা ক্রন্দন
কতদিন দেখি না তোমায়, কতদিন দেখি না
আমার বাংলাদেশ
একটি মেয়ে কোন এক দূর দেশে যাচ্ছে সকালে অফিসে
হয়না যে তার আর ছাদে বৃষ্টিতে ভেজা, খাওয়া হয়না যে আমের আচার
কতদিন দেখি না তোমায়, কতদিন দেখি না
আমার বাংলাদেশ
একজন মানুষ ফিরছে বাড়ী, সারাদিন হাড় ভাংগা খাটুনি
শোনেনা যেন সে অনন্তকাল, ভোরের আজানের ধ্বনি
মনে পরে তার গাঁয়েরি কথা, শীতের রাতে আগুন পোহানো।
ভোর বেলায় খেজুর গাছে, বন্ধুরা মিলে রস চুরি করার আনন্দ
কতদিন দেখি না তোমায়, কতদিন দেখি না
আমার বাংলাদেশ
কতদিন দেখি না তোমায়, কতদিন দেখি না আমার বাংলাদেশ
না, এটা আমার লেখা কবিতা নয়। দেশের কথা মনে পরলে নিজের অজান্তেই সুমন ও অর্থহীনের এই গানটা শুনে ফেলি
উৎর্সগ: সেই ছেলেটিকে, সেই মেয়েটিকে আর ঐ লোকটিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


