ভারতের সাথে এখন যা হচ্ছে ..এটা কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়.. এইটা হলো গোপন অবৈধ সম্পর্ক।
বিগত তিন বৎসরে সরকারের দেশ বিরোধী কর্মকান্ড মনে করলে শিউরে উঠতে হয়...
....বিডিআর হত্যাকান্ডের মাধ্যমে বাংলাদেশের স্বীমান্ত প্রতিরক্ষা বাহিনী কে ধংশ করে দেয়া, টিপাইমুখ বাধ, তিস্তা, ট্রানজিট, স্বীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশী হত্যাকান্ড ও ভারতের এদেশীয় দালালদের নির্লজ্য মিথ্যাচার, বাংলাদেশ সেনাবাহিনী কতৃক ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর প্রধানের সালাম গ্রহন, ভারতীয় ট্রেইলার যাতায়াতের জন্য তিতাস কে হত্যা করা............অবাক হতে হয় টপ দেশপ্রেমীকের দেশপ্রেম দেখে। মনে প্রশ্ন জাগে এই টপ দেশপ্রেমীকের আসল দেশ/মাতৃভুমি কোনটা???
আবদুল হাই শিকদার এর একটি লেখা পড়ে মনে হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষ্যাপটে এর তাৎপর্য অনেক, অনেক গুরুত্ত বহন করে। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই মুহুর্তে জরুরী ভীত্তিতে "ভারতীয় দালাল নির্মূল কমিটি " গঠন করা প্রয়োজন............
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




