প্রতিবার ঘুরে দাঁড়িয়েছি,
খাদের একেবারে কিনারার কাছ থেকে
কে যেন প্রতিবার অতলে ছিট্কে যাবার
ঠিক আগে টেনে তুলেছে, তবুও--
অবুঝ সন্তাপ টেনে নিয়ে গেছে
প্রান্ত সীমানায়।
এখনও প্রতিদিন
ভুল করতে করতে
ভাবনার থৈ হারাতে হারাতে
পালাতে পথ না পেয়ে মাথা নিচু করে
দেখি পায়ের নখ কাটা ঠিক হয়েছে কিনা,
ভাবি কাল ঠিক নতুন কিছু করে চমকে দেব সবাইকে,
অবাক হয়ে যাবে যাকে বরণ করে নিতে চাই প্রাণপণে
বরণমালা হাতে মুগ্ধতার আবেশ
সাড়া গায়ে মেখে আমি
মুচকি হাসি,পোড়া বিড়ির মতো ঠোটের কোনায়
ঝুলিয়ে,ফিরে যাবো বিজিত রণাঙ্গনে-
বিজয়ীর মতো।
ভাবনাটাকে পথের ক্লান্তি আর যন্ত্রনার সাথে গোগ্রাসে গিলে
ফিরে আসি নিজের ব্যর্থ মন্থনের কাছে,
নিশিথ শান্তি আনেনা, ভোর আনেনা সকালকে,
তবুও, বারবার
মেঘ খুঁড়ে বৃষ্টি আনার ঠিকাদার
আমাকে
লাঙ্গলের ফলায় শান দিতে পাঠায়
অনিচ্ছুক পথ বিপথ চেনায়
দিনের মাঝখানে দাঁড়িয়ে
সূর্যের আলেয়ায়, দেখি
কখন, হাল উঠে এসেছে-
জোয়ালে দিয়েছি কাঁধ-
যা কিছু ফেলে পালাতে চেয়েছি, চেতন অবচেতনে-
অজান্তেই প্রাণপণে চষতে শুরু করেছি, নিজেই
অভ্যাসের পোষমানা মুখ তুলে দেখছি
ছেড়া মেঘের দিকে
কোনও দিগন্তে
কোন মেঘ গর্ভবতী হলো কিনা?
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




