রাধাচূড়া ফুটেছে ভিতরের অনুভবে
তাকে যে আমার মনে রাখতেই হবে।
এমনি এসেছে, ফুটেছে আপন খেয়ালে
শিকড় গেড়েছে ধীরে বুকের দেয়ালে,
শিরায় শিরায় লসিকার অস্হির স্রোতে
অন্ত:ক্ষরা পুষ্পরেণু জড়িয়েছে অনাহুতে।
কবে যে গেড়েছে বসত গড়েছে বসতি
অবিনাশী প্রেমের সোমত্ত গৌরবে।
তাকে যে আমার মনে রাখতেই হবে।
রক্তের উষ্ণ প্রবাহে সোনালী আবেশে
মণ্জুরি ছড়িয়েছে বিরহের অধিবাসে
চৈএের প্রখর প্রদাহে কোমল পল্লবে
তাকে যে আমার মনে রাখতেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




