আমি ছন্দের পরে ছন্দ জুড়িয়া, লিখেছি তোমার কবিতা
আমি এতো দিনে-ও পাইনি খুঁজিয়া,
এই মনের আপন ছবিটা।
আমি তার পানে চেয়ে উদাসী হয়েছি
যে মোরে বাসেনি ভালো,
আমি আদার রাতে স্বপ্ন বুনেছি
আর, মনকে করেছি আলো।
আমি তার লাগি বাঁচি আমার প্রতিটা দিন,
আমি তারে নিয়ে বাধি ঘর,......................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




