somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ৫

০৪ ঠা জুলাই, ২০১২ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Structure#8: যদি
if বা provided that

বাক্যের ধরনটা হইব এই রকম - যদি এটা হয় তাইলে ঐটা হইব
যেমন ধরেন, যদি তুমি আস তবে আমার ভাল লাগবে।

তো এই ধরনের বাক্যগুলারে if বা provided that দিয়া ট্রান্সলেট করা যায়।
উপরের উদাহরনটা খেয়াল করেন। বাক্যে দুইটা অংশ।
১) যদি তুমি আস - সাধারন present sense. - If you come
২) আমার ভাল লাগবে - সাধারন future sense. - I will be happy.

এখন আসেন। যদি if দিয়া ট্রান্সলেট করি তাইলে অংশ দুইটার মাঝে একটা কমা(,) বসাইতে হইব। If you come, I will be happy.

আর যদি provided that দিয়া ট্রান্সলেট করি তাইলে অংশ দুইটারে উল্টা কইরা লিখতে হইব আর If বাদ দিতে হইব আর কমাও(,) দেয়া লাগব না। I will be happy provided that you come.


Structure#9: যাতে

যাতে বাংলা শব্দটার ইংলিশ দেখেন -
১) কর্তা বা subject যদি ভিন্ন হয় তাইলে - So that বা In order that.
এইক্ষেত্রে So that বা In order that পরে subject + verb তার sense অনুযায়ী বসবে।

২) কর্তা বা subject যদি একইজন হয় তাইলে - So as to বা In order to.
এইক্ষেত্রে So as to বা In order to এর পরে verb এর base ফর্ম বসবে।

উদাহরন দেখেন দুইটা।

বাবা মা সন্তানের নিয়মিত যত্ন নেয় যাতে তারা মানুষ হতে পারে।
- বাক্যটার অংশ দুইটা খেয়াল করেন।
১) বাবা মা সন্তানের নিয়মিত যত্ন নেয় - The parents take care of their children - subject হইল বাবা মা।
২) যাতে তারা মানুষ হতে পারে - so that thay can be established - subject হইল সন্তানেরা। তাই so that ব্যবহার করা হইছে।

সে ভাল ইংলিশ শিখছে যাতে সে একটা ভাল চাকুরি পায়।
- বাক্যটার অংশ দুইটা খেয়াল করেন।
১) সে ভাল ইংলিশ শিখছে - present continuous sense - He is learning english good
২) যাতে সে একটা ভাল চাকুরি পায় - in order to get a good job - দেখেন কর্তা কিন্তু সে নিজেই। তাই in order to ব্যবহার করছি।



Structure#10: যে কোন একটি/যে কেউ একজন
Either

কলম গুলোর যে কোন একটি হলেই চলবে।
উদাহরন টাতে খেয়াল করেন। নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোন সংখ্যক কোন কিছুর মধ্যে যে কোন একটা। - সেন্সটা ঠিক এরকম। ইংলিশ হইল Either.

তাইলে উপরের বাক্যের ইংলিশটা হইব - Either pen will do.

আবার দেখেন, আমি অথবা সে যে কেউ এই কাজটি করব। - Either I or he will do this work.

Either এর negative সেন্স হইল neither. অর্থ হইল, কেউই না/এটাও না....... ওটাও না।
যেমন ধরেন, আমি এটা পছন্দ করি না, সেও করে না - Neither I nor he likes this.








---------------------------------------------------------------------------------
এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য।
আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ
---------------------------------------------------------------------------------


সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১২ রাত ২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল্টা ফ্লাইট - নিউ ইয়র্ক টু ডেট্রয়ট

লিখেছেন ঢাকার লোক, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:২৬

আজই শ্রদ্ধেয় খাইরুল আহসান ভাইয়ের "নিউ ইয়র্কের পথে" পড়তে পড়তে তেমনি এক বিমান যাত্রার কথা মনে পড়লো। সে প্রায় বছর দশ বার আগের ঘটনা। নিউ ইয়র্ক থেকে ডেট্রিয়ট যাবো,... ...বাকিটুকু পড়ুন

ল অব অ্যাট্রাকশন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৫

জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা।... ...বাকিটুকু পড়ুন

চরফ্যাশন

লিখেছেন এম ডি মুসা, ১৬ ই মে, ২০২৪ সকাল ১০:৫৯



নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।

প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি... ...বাকিটুকু পড়ুন

কর কাজ নাহি লাজ

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪


রাফসান দা ছোট ভাই
ছোট সে আর নাই
গাড়ি বাড়ি কিনে সে হয়ে গেছে ধন্য
অনন্য, সে এখন অনন্য।

হিংসেয় পুড়ে কার?
পুড়েপুড়ে ছারখার
কেন পুড়ে গা জুড়ে
পুড়ে কী জন্য?

নেমে পড় সাধনায়
মিছে মর... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

×