পুরোনো এই দিন গুলো সব নতুন লাগে,
নতুন লাগে তোমার ছোঁয়া পেলাম বলে,
পাখির ডাকে দিন বদলের কথকতা।
ভালো লাগছে তোমায় আবার সেই সকালে
যাই পেয়ে যাই সব ইচ্ছার হলুদ বনে,
সরষে ফুলের ক্ষেতের মাঝে দাঁড়িয়ে তুমি
দূর-দিগন্তে গ্রামের কোঠা বাড়ির ছবি।
তুমি আমার ভীষণ চেনা জন্মভূমি।
বৃষ্টিশেষে দারুণ প্রিয় মোমের আলো
যেমন করে আঁধার রাতে জোগায় সাহস।
ঠিক তেমনই সত্যি সত্যি জাগরণের
গান গেয়ে প্রাণ ভরিয়ে বইছে বাতাস।
সহজ এই কথাটাই জেনেছি বলে সত্যি
শুধু তোমারই আছে বদলে দেবার শক্তি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




