অনেকদিন বাদে দেখা
মাঝে কত পথ ভেঙ্গে রাজপথ হলো
অরণ্য কেটে বনমহোৎসব,
নীল সৈকতের কত ঝিনুক চাপা পড়লো
বিলাসী ড্রইংরুমের উজ্জ্বল আলোয়।
তবুও তো আজ দেখা হলো,
মনে ভাসে পরিযায়ী পাখিদের দেখা পেলেই
উচ্ছ্বসিত তোমার কণ্ঠস্বর।
রঙিন প্রজাপতিদের আনাগোনা দেখে
তোমার ছেলেমানুষীপনায় হারিয়ে যেতে যেতে
কত স্বপ্ন-বিকেল ভরে যেত।
ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ভেবে নিতাম তাজমহল
পৌঁর্ণমাসীর চন্দ্রিকা বৃষ্টিতে।
বৃষ্টিভেজা গাছের পাতায় টিপ টিপ জলের ফোঁটায়
শিহরিত তুমি গভীর আপন হতে।
আজ তুমি দামী গাড়ীর ভিতরে বসে
রঙিন চশমাতে ঢেকেছো তোমার সুন্দর চোখ।
আর আমি দুহাতে বয়ে নিয়ে চলেছি
বাজারের নিয়মিত ব্যাগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




