কথা ছিল তোমার সঙ্গে চলে যাবো দূর বহুদূর
যেখানে দিগন্ত মাটির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে
সেই প্রাপ্তির ঠিকানায় ।
কথা ছিল এবছর একজনেরও অমানবিক মৃত্যু হবে না।
কথা ছিল প্রতিটি প্রিয়জনের হাত কেবলই স্নেহস্পর্শী হবে।
অবশেষে এমন এক সূর্যোদয়ের আশায়
হৃদয় অনন্ত-উপোসী।
তবু কেন জানি না তোমার অভিমান ঘোচেনা।
কারাগারের বন্ধ দরজায় করাঘাত করতে করতে
সেই যে নিস্পাপ মানুষটি ঘুমিয়ে পড়েছে
তার অপ্রাপ্তির কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিও।
বছরভর পাওয়া না পাওয়ার হিসাব কষতে কষতে দেখি
যা পেয়েছি তার সমূহ তালিকা
আমাকে - শুধুই আমাকে সুখের ঠিকানায়
কখন যেন পৌঁছে দিয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




