ভালবাসার সেই কবিতা
গুরুদাস দাস
কে ভেবেছে এমন করে ভাববে তুমি
এমন করে ভালবাসার এই কবিতা
বুকের জ্বালা মিটিয়ে দেবার স্বপ্ন চুমি
দূর-দূরান্তে সবুজ ঘেরা সার্থকতা।
তাই তো বলি সময় যখন হয় বিপন্ন
তখন যদি কপট রাগে বাঁধো বেড়া
সাহস দিয়ে খুঁজে বেড়াই তন্নতন্ন
কোথায় আমার ভালবাসার ফুলের তোড়া।
বৃষ্টি শেষে গাছের পাতায় কনক চূড়ে
শীতল বাতাস ভুলিয়ে যে দেয় মর্মব্যথা
তোমার কথা ভীষণ ভাবে মনে পড়ে
কোথায় তুমি ভালবাসার সেই কবিতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




