আমরা কি ভাল আছি, ভাল আছি সব্বাই?
প্রতিদিন আলো হাওয়া মুছে দেয় মনটাই?
বৃত্তের মধ্যে যে টুকু আলোর দিশা
পার হই কিভাবে মনে তাই জিজ্ঞাসা
প্রতিদিন কাদা ছুঁড়ি অন্যের শরীরে
নীড় ভরা হিংসায় বোঝা যায় বাইরে।
বুকের ভেতর থেকে যেটুকু আবেগ থাকে
যে কোন প্রকারে রোখা যায় যেন তাকে।
এই ভাবে কেউ কেউ প্রাচীর তুলে যায়
সরলতার দাম কি দিন দিন কমে হায়!
তুমি কি বলছো দেখি আমাদের দিন গেছে?
তবুও আশার স্বপ্ন দেখি ভবিষ্যতের কাছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




