সে ভাবে কখনো ভাবি নি,
কিংবা বলতে পারো যে প্রবল উদ্বেগ নিয়ে
সবুজ ফসলের দিকে চেয়ে থাকে নিরন্ন মানুষ!
তেমন ভাবে দেখতে শিখিনি আজও।
অথচ নিজেকে এক সবজান্তা ভাবি,
সচকিত থাকি
প্রতিটি ভুল অভ্যাসে যেন কোনো মতেই
ভিন্ন ধারণা না গড়ে ওঠে, সভ্যতার দায়
ভেবে মানুষকে না দেখার প্রয়োজনহীন আবর্তে
কেবলই ঘুরপাক খেতে থাকি।
তবুও তোমার ডাকে সাড়া দিতে গিয়ে
বাকরুদ্ধ ,
তুমি কি তোমার আকুল দুহাত বাড়িয়ে দেবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




