যে ভাবে তোমাকে পেতে চেয়েছিলাম,
যে ভাবে তোমাকে পেতে চেয়েছিলাম
সেভাবে তোমাকে পাইনি।
নীল ঘন অন্ধকার শেষে
অভ্যূদয়ের আলোর মতন তুমি
আকাশ ভরে তোলো,
কিংবা উন্মোচনের আনন্দে
একটার একটার পর কঠিন পারাপার শেষে
যে ভাবে মানুষ কেবলই এগিয়ে যায় ------- কেবলই এগিয়ে যায়
আমি কেবল হন্যে হয়ে খুঁজি
বলিরেখাহীন সে মুখের বিভা
তোমার মধ্যে খুঁজে ফেরি।
বারংবার হতাশ হয়েও হাল ছাড়ি না।
কেন না তোমাকে আমি সে ভাবেই পেতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




