দারুণ ভোরের অজানা দিকের মতোন
তুমি বিকশিত হচ্ছো নিরন্তর!
তোমার চলার ছন্দে ফুটে উঠছে
অসম্ভব উদারতা।
যেন গভীর থেকে গভীরতর হওয়ার সুখে
তুমি ক্রমশঃ দীপ্তিমান।
স্বপ্নের সেই দারুণ মুহূর্তগুলি, যা কেবলই
মিলিয়ে যায় বুদবুদের মতোন।
তা যদি ধরে রাখতে পারতাম!
হয়তো এই স্বর্ণাভ আপশোষ নিয়েই
আমাকে চলে যেতে হবে,
যেভাবে যায় অসংখ্য বিপন্ন মানুষ।
কিন্তু তুমি আরও গভীর -- আরও সমৃদ্ধ -
আরও অকৃত্রিম হওয়ার দিকে
কেবলই এগিয়ে যাচ্ছো - কেবলই -------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




