দিনের পরে দিন চলে যায়
বুকের বিষাদ বেড়েই চলে
কোথায় পাবো অরূপ রতন
জড়িয়ে যে যাই প্রশ্নজালে।
কথা ছিল বন্ধু তুমি ফেসবুকেতে কিংবা কোথাও
জ্বালবে আগুন প্রখর তাপে
আমরা যারা মিইয়ে গেছি , প্রবল তুষার সরিয়ে দিয়ে
অতর্কিতে দারুণ চাপে,
বলবে তুমি এই তো আছি তোমার সুখে তোমার দুখে
পাশেই আছি, থাকবো পাশে
তোমার চোখে রেখেই যে চোখ দারুণ স্বস্তি সোহাগ ভরা
কিছুটা সময় শঙ্কা নাশে।
হলুদ মেঘের উজান টানে সময় যখন হয় উদাসী
তোমার জন্য শুধুই জেনো তোমার জন্য
আবেগমাখা জ্যোৎস্নারাতে প্রবল আশার জন্মক্ষণে
হন্যে হয়ে তোমায় খুঁজি -তোমার জন্য -তোমার জন্য -তোমার জন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




