তিনি একখানি ছোট, দূর্ণীতিপূর্ণ দেশের অলিখিত যুবরাজ, সকলে তাঁহার অর্চণা করেণ। দূর্ণীতিতে তাঁহার কতখানি অবদান আছে তাহা নিয়া মহাকাব্য রচনা করা হইলেও যবনিকা টানা যাইবে না। অর্চনার হেতু উহাই!
যুবরাজ বাবুর সাক্ষাতকারখানা শুনিয়া তাঁহাকে ছাগল বলিয়া কেউ ভুল করিবেন না। ধৈর্য্য হারা হইবেন না, দন্তে দন্ত চাপিয়া চক্ষু-কর্ণ খোলা রাখিয়া শ্রবন করিয়া যান। খোদার অশেষ মেহেরবাণীতে বিপুল আনন্দ পাইবেন।
[link|http://www.youtube.com/watch?v=dVtyGOU9j-o|kybyb ce
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



