আর কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন (?) - সাম্প্রতিক গনহত্যার পর আগামী সাধারন নির্বাচনে হেফাজতের নেতা কর্মীদের সমর্থন কাদের পক্ষে যেতে পারে তার একটি লজিক্যাল বিশ্লেষন -
১- আওয়ামী লীগ - হেফাজতে ইসলামের ভাষায় BAL একটি নাস্তিক সরকার এবং তাদের অসংখ্য নেতা কর্মীদের হত্যাকারী , সুতরাং ইমানদার হেফাজতের নেতা কর্মীদের একটি ভোট ও আওয়ামী লীগ পেতে পারে না.
২- বিএনপি - ১৩ দফার ক্ষেত্রে সুবিথাবাদী অবস্থান - এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে হা বা না কিছুই বলেনি । তবে কিছু কিছু নেতার মনোভাব না র পক্ষে অন্তত কয়েক টি দাবির ক্ষেত্রে । তাই লজিক্যালি বিএনপি ও খুব বেশী ভোট আশা করতে পারে না ।
৩- জামায়াতে ইসলামী - একমাত্র জামায়াতে ইসলামী ই রাজনৈতিক , ক্ষেত্রবিশেষে আর্থিক তথা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে হেফাজতে ইসলামকে সহায়তা দিয়েছে এবং তাদের সবগুলো দাবীর প্রতি পুর্ন সমর্থন জানিয়েছে । তাই লজিক্যালি হেফাজতের নেতা কর্মীদের ভোট নিরংকুশভাবে জামায়াতে ইসলামীর ই পাওয়া উচিত ।
তবে বাংলাদেশের মানুষ আল্লাহর বিচিত্রতম সৃষ্টি ! কি হবে কেউ বলতে পারে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



