১. বাধ ভাঙ্গা জোয়ার...
উপচে পড়া আবেগের তোড়ে ভেঙ্গে যায় স্বপ্ন
জীবন যাপন হয়ে পড়ে নাটুকে প্রহসন...
২. I want to defeat you that doesn't mean you are my enemy. If you defeat me you'll be better then me which means you must be with someone who is better then me! I can't let it happen as I love you.
৩. যদি আবেগ এবং বাস্তবতা এই দুটির মধ্যে আমাকে বেছে নিতে হয় তবে আমি বাস্তবতাকেই বেছে নিব। এ কারনেই তোমাকে আজো খুজে পাইনি। কারন তুমি যে আবেগ আর আমার বাস্তবতা হচ্ছে আমার বাবা মা।
৪. আগে শুনতাম ওমুক ছেলেটা/মেয়েটা প্রেম করে। কঠিন সম্পর্ক ৩-৪ বছরের ! দেখা গেল যেই একটা ডাক্তার/ইঞ্জিনিয়ার পাত্রের প্রোপোজাল এল... ওমনি মেয়েটা সব কিছু ভুলে সিংগেল হয়ে গেল!! ওই ডাক্তার/ইঞ্জিনিয়ার ছেলের জন্য সমবেদনা, কারন সে বৌ পায় নি পেয়েছে টাকা+মর্যাদার বিনিময়ে একটি শরীর!!
৫.এটা তোমার জন্য শুখবর যে তুমি আমার প্রমিকা নও!
৬.প্রেম ভালবাসা এখন পুরোপুরি বাণিজ্যিক। গিফট/কে এফ সি/মোবাইল সেট/রিজার্জ এগুলো না করলে প্রেম নামক ডিভাইন প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্টে রুপ নেয়। তাছাড়া এই বানিজ্যের শুরুতে লুলামি এবং স্বীয় নাক কাটা বিষয়টি অত্যাবশ্যকীয় একটি যোগতা হিসেবে প্রতীয়মান হয়।
৭.যদি আপনি এই বাণিজ্যে সফল হতে চান তবে আপনাকে অবশ্যই শেয়ার বাজারের মত ফটকাবাজি করতে হবে। সালমান এফ রহমানের মত বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে ছিনিমিনি খেলতে হবে। হাতে থাকতে হবে শক্ত একটি মিডিয়া। (এখানে মিডিয়া=মুখ;প্রতিষ্ঠান=নারী কল্পনা করে নিন।)
৮.এবার আমার কথা বলি(উপরের পয়েন্ট গুলো আমার সাথে মিলিয়ে দেখি)- ১ নম্বরের বাধ ভাঙ্গা জোয়ার আজ শুধুই কল্পনা। কারন খরস্রোতা যমুনায় আজ হাল চাষ হয়।
২. মানসিক ভাবে .... বিষয়টি সত্য। কিন্তু আমি হচ্ছি পরীক্ষার রেজাল্ট শিটের মন্তব্য কলামে লিখা 'careless' শব্দটির যোগ্যতম দাবিদার so আমার ভাগ্যের শিকে আমিই বেধে রেখেছি ৩. পুরোটাই সত্য। ৪.আমার জন্য সমবেদনা। আমি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি ৫.কিন্তু আমার জন্য এ যে জীবন্মৃত অবস্থা ৬.পুরোটাই সত্য। ৭. সত্য।
আজ নাকি ১৪ই ফেব. ভালবাসা দিবস। কোটি কোটি টাকার ফুলের বানিজ্য হচ্ছে। ফুল/গিফট/মিথ্যা আশ্বাস এসবের বিনিময়ে ফুল(নারী) ক্রয় হবে! এসব ফুল তাদের সম্ভ্রান্ত মা বাবা/ভবিষ্যত স্বামীর বিশ্বাসকে জলাঞ্জলি দিবে। এ উপলক্ষে কটেজ/হোটেল রুম এবং লিটনের ফ্লাটগুলো আজ খালি নেই। So খেলারাম খেলে যা... দেখা রাম দেখে যা...
ক্ষুধার্ত কাক কুকুরের কাছে বেদখল হওয়া উচ্ছিষ্টের দিকে তাকি রয়...