উত্তরা, আমার আফিস থেকে মালিবাগ আসব। কিন্তু আজ ঢাকার রাস্তা জেমে জমে গেছে। তাই ভাবলাম আজ ট্রেনেই যাই। রেল স্টেশনে যাওয়ার পর প্রথম বারের মত বাংলাদেশ রেলওয়ের শ্রোগানটা খেয়াল করলাম "আমাদের প্রচেষ্টা- সেবা, গতি, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা"

ভাবলাম ট্রেনের ভাড়া যেহেতু বাড়াইছে সেবার মানটাও বাড়বে নিশ্চই। কিন্তু না, যাত্রিরা টিকেটের জন্য লাইন ধইরা দাড়াইয়া আছে কিছু টিকেট প্রদান কারি কর্মকর্তার কোন খবর নাই। ট্রেন এর খবর হইলে নাকি টিকেট দিবে, বুঝলাম ট্রেনের ও কোন খবর নাই।
ট্রেন কোন গতিতে আসতেছে কে জানে।
ট্রেনের নিরাপত্তা ব্যাবস্থাত দেখলামই্। টিকেট কাটলেন কিনা সেটা চেক করার জন্য অনসার সদস্যরা সদা প্রস্তুত থাকেন, টিকেট না কাটলেও কম খরচে ব্যবস্থা করে দেন।
ট্রেন আসছে ৩ ঘন্টা পরে।
যাই হউক ট্রেনত আসছে!! তবে এত ভিরের মাঝেও ট্রেনে আসতে খারাপ লাগে নাই। মানুষের কথাগুলো ভালই লাগছে
"এত ভীর হইব জানলে আইটাই যাইতাম গা"
"ভাই পইরা যামু, একটু ভিতরে ঢোকেন"
"আহারে মেয়ে মানুষ, এত ভিরের মধ্যে।
কমলাপুর নামার পর
"এক ছেলে: ভাই এই ট্রেনটা দিনাজপুর যাবেনা?
আমি: আমি কেমনে কাইতাম! আমি মাঝে মধ্যে এ না ট্রেন চরি
নামার পর দেখি হেট ফোনটা পকেটে নাই।এত কিছুর পরেও ট্রেনে আসাটা অনেক উপভোগ করেছি। যদিও ভারর্সিটিতে যাওয়া হয় নাই।একটু অনিয়ম হলে হউক,তবুও যদি বাংলাদেশ রেলওয়ে তাদের শ্রোগানটার দিকে একটু সুনজর দিত...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




