বারোমাসি বাংলা
বৈশাখেতে গুড়ুম গুড়ুম
বাজনা বাজে আকাশে
জৈষ্ঠ্য এলে পাকা ফলে
গন্ধ ছড়ায় বাতাসে।
আষাঢ় শ্রাবণ মেঘে মেঘে
নিয়ে আসে বন্যা
ভাদ্র আশ্বিন মাসে হাসে
শরৎ রানীর কন্যা।
অগ্রহায়ণ আর কার্তিকে
গোলা ভরা ধান
খুশির জোয়ার দেয় ভাসিয়ে
সব কৃষাণীর প্রাণ।
পৌষ আর মাঘে থরথরিয়ে
শীতের কঠিন রাগে
ভয়ে ভয়ে সূর্য কি আর
আগের মতো জাগে?
ফাগুন এলে আগুন জ্বলে
ফুল পাখিদের গায়ে
চৈত্রের বধূ খরতাপে
আলতা... বাকিটুকু পড়ুন
