এসো সবুজের সমারোহে আজ হারিয়ে যাই
এসো কাঁচা রোদে ডুবে ডুবে হাবুডুবু খাই
নগ্ন চোখের নীলে নীলাকাশ ছুয়ে
প্রকৃতির চরণে আজ হৃদয় নুয়ে
নরম বাতাসের সুখ-চুম্বনে এসো উত্তাপ ছড়াই
এসো সবুজের সমারোহে হারিয়ে যাই
এসো কাঁচা রোদে ভিজে ভিজে রোদ খাই
এসো রোদ বাতাসের চুম্বনে চুম্বনে আজ বৃষ্টি নামাই।।

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


