এসবের উত্তরে গোজামিল দিয়েছেন খোদ খলিফা আলী নিজে।
কোরআনের সূরা আল-নিসার ১১-১২ নাম্বার আয়াত অনুসারে কেনো সম্পত্তির সুষ্ঠু বন্টন করা সম্ভব হয় না? [যখন একজন ব্যাক্তি শুধুমাত্র ৩ বা ততোধিক কন্যা সন্তান ,বাবা, মা এবং স্ত্রীকে জীবিত রেখে মৃত্যুবরণ করেন। এমন সিচুয়েশনে সম্পত্তি বন্টন করতে কোরআনের নিয়ম ব্যর্থ কেনো?]
আর কোরআনের এই ভূলের একটা সমাধান করার জন্য আউল পদ্ধতি আবিস্কার করেন হযরত আলী। আলীর আউল নীতি অনুসরণ করলে সম্পত্তি বন্টন করা সম্ভব হয়, তবে তা কোরআন অনুসারে যে যতটুকু প্রাপ্য ততটুকু কেউ-ই পায় না। সুতরাং কোরআন অনুসরণ করলে সমস্যার সমাধান কোনোভাবেই হয়না। এমন একটি সিচুয়েশন মোকাবেলা করতে গিয়ে আলী নিরুপায় হয়ে নিজের মতো করে একটা নীতি তৈরি করেন, যার নাম “আউল নীতি” এ নীতি অনুসারে কেউ কোরআনে উল্লেখিত সম্পত্তির সমান সম্পত্তি পায় না। শুধু গোজামিল দিয়ে একটা সমাধান দেওয়া যায়। যা আবার কোরআন বিরোধী। কোরআনে এতবড় ভূল কেনো? আর আলী ব্যর্থ হয়ে এমন আইন করলো কেনো? তার কাছে কি ওহী এসেছে নাকি?
মোহাম্মদ কখনো বলেন নাই যে, আমার মৃত্যুর পর তোমাদের কাছে আলী কিংবা ওমরকে রেখে গেলাম, তোমরা ওদের আইন মেনে চললেই স্বর্গবাসী হবে। বরং সে বলেছে তোমাদের কাছে কোরআন রেখে গেলাম, যা মেনে চললেই তোমরা স্বর্গবাসী হবে। তবে কোরআন এখানে ব্যর্থ কেনো? এতবড় ভূল কেনো?
কোরআনের সূরা আত তালাকের ০৪ এবং ০৫ নং আয়াত অনুসারে বাচ্চা মেয়ে যারা এখনো পিরিয়ডের বয়সে পৌঁছায়নি তাদের বিয়ে করা এবং শারীরিক সম্পর্ক করা জায়েজ। এটা একজন রুচিশীল মানুষ কিভাবে মেনে নেয়? আপনি কি আপনার বাচ্চা বোন বা মেয়েকে বিয়ে এবং শারীরিক সম্পর্কের জন্য এই বাচ্চা বয়সে কারো হাতে তুলে দিবেন?
ইসলাম অনুসারে একজন স্ত্রীর স্বামী মারা গেলে কমপক্ষে ১৩০ দিন শোক পালন করতে হবে কিন্তু মোহাম্মদ কেনো দিনের বেলায় সাফিয়ার স্বামী কিনানাকে হত্যা করে রাতে সাফিয়ার সাথে শারীরিক সম্পর্ক করে তাও বিয়ে ছাড়া? সাফিয়াকে কেনো ১৩০ দিন শোক পালন করতে না দিয়ে মোহাম্মদ নিজেই ইসলামের আইন লঙ্ঘন করেন। সাফিরায় স্বামী , ভাই এবং আত্মীয়দের রক্তের দাগ শুকানোর আগেই সে বিয়ে ছাড়া সাফিয়ার সাথে সহবাস করেন। কেনো? হে ধর্মান্ধ তোমরা কি চোখে দেখো না?
কোরআনের সূরা মুমিনুলের ৫ এবং ৬ নং আয়াত অনুসারে বিয়ে ছাড়া দাসীর সাথে সহবাস করা এখনো জায়েজ। আহা রুচি! আলী ,ওমর, নবী সবাই এ কাজটি করেছেন। বাংলাদেশের কতজন মুসলমান এই আয়াতগুলো এবং আয়াতগুলোর আমল জানেন?
এসবের সমাধান নেই। আবেগ নয়, প্রমাণ নিয়ে কথা বলতে ভালোবাসি। এখানে কোন তথ্যটি মিথ্যা ?পারলে প্রমাণ করুণ । চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৩