এটা কি বর্বরতা নয়?
দৈনিক আমার দেশ পত্রিকায় ‘দিনবদলের চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদের প্রতিবাদে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির ছোট ভাই আবদুল আমিনের দায়ের করা একটি মানহানি মামলায় মাহমুদুর রহমানকে কক্সবাজারের একটি আমলি আদালতে হাজির করা হয়।
বিগত ৮টি ধার্য তারিখে প্রতিবার প্রজন ভ্যানে মাহমুদুর রহমানকে কক্সবাজার নেয়া হয় অথচ বাদি আবদুল আমিন মাত্র ৩টি তারিখে উপস্থিত ছিলেন।
মাহমুদুর রহমানকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে কক্সবাজার জেলা কারাগারে আনার পথে দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা তাকে খাওয়া তো দূরের কথা, একফোঁটা পানিও স্পর্শ করতে দেয়া হয়নি কারন জেলের আসামী বাহিরের খাবার খেয়ে সমস্যা হলে পুলিশের জবাব দিতে হতে পারে (যদিও পুলিশ তার তোয়াক্কা করে না)।
অপরদিকে বাদী পক্ষের আইনজীবীরা বাদীর অসুস্থতার কথা বলে আবারও সময় প্রার্থনা করেন।
এবং অতপরঃ
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম বাদীকে শেষবারের মতো সময় মঞ্জুর’ করে আগামী ২০১১ সালের ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






