আসলে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে আমি আগ্রহী নই। অন্যান্য ধর্মে বিজ্ঞানকে কিভাবে দেখা হয়েছে সেটাও আমার স্বচ্ছভাবে জানা নেই। ইসলাম ও বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আমি বলতে চেয়েছি, বলার চেষ্টা করছি।
বিজ্ঞান পরিবর্তনশীল বলেছি, কারণ পৃথিবী ও বিশ্বজগৎ নিয়ে বিজ্ঞানের ধারণাগুলি পরিবর্তিত হচ্ছে অনবরত। প্রথম উদাহরণ: মহাজগৎ সম্পর্কে বিজ্ঞান মনে করতে পৃথিবী স্থির, সূর্য চারিদিকে ঘুরছে। এটা প্রাক গ্যালিলিও সময়ের ধারণা। গ্যালিলিও বললেন, না সূর্য স্থির, পৃথিবী এর চতুর্দিকে ঘুরছে। এটিও স্বতঃসিদ্ধ ছিল যতদিন না হকিং এসে বিগ ব্যাং থিওরি দিলেন। তখন আমরা জানলাম সূর্যও স্থির নয়, মহাজগতের সবকিছুই ঘুরছে। শুধু তাই নয় হকিংয়ের থিওরিও নিয়মিত আপডেট হচ্ছে। আ ব্রিফ হিস্ট্রি অব টাইমের পরে এসেছে আ ব্রিফার হিস্ট্রি অব টাইম।
উদাহরণ 2: (একটি লঘুু উদাহরণ) ডায়রিয়ার ব্যপারে চিকিৎসাবিজ্ঞান মনে করতো রুগীকে মোটেই তরল খেতে দেয়া যাবেনা, যেটাকে এখন আমরা অজ্ঞতা মনে করি। অথচ সেটা একসময় স্বতঃসিদ্ধ চিকিৎসাবিজ্ঞানের নীতি ছিল।
এরকম উদাহরণ আরো রয়েছে। পদার্থের ক্ষুদ্রতম কণার গঠন নিয়ে বিজ্ঞানের ধারণা বদলেছে। এখন ইলেকট্রন, প্রোটন, নিউটনের চেয়েও ুদ্রতম কণা আবিষকৃত হয়েছে। এজন্যেই বলেছি বিজ্ঞান সততঃ পরিবর্তনশীল। তাছাড়া বিজ্ঞানের কোন তত্ত্বই চূড়ান্ত নয়, এটা বিজ্ঞানের অন্যতম প্রধান তত্ত্ব।
বিজ্ঞান শুরুতে ছিল মানুষের জীবনকে সহজতর করার জন্য প্রযুক্তি উদ্ভাবন করা মাত্র। কিন্তু এর পরিধি এখন বেড়েছে। এখন বিজ্ঞান তত্ত্ব নিয়েও কাজ করে। মানুষকে জীবনকে বিষিয়ে তোলাও এখন তার উদ্দেশ্য। কারণ এখন মানুষ রাসায়নিক মারণাস্ত্র তৈরী করে। তবে বিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হলো সত্যের অনুসন্ধান করা। আমিও তাই মনে করি।
অপবাক, আপনার কথা ঠিক, ধর্ম আর বিজ্ঞান একেবারে ভিন্ন পথের পথিক, কিন্তু ইসলাম আর বিজ্ঞান নয়। বরং বিজ্ঞানের উৎকর্ষতা ইসলামের অনেক অব্যাখ্যেয় জিনিস বোঝা সহজ করে দিয়েছে। উদাহরণ দেই। মহাবিশ্ব নিয়ে বিজ্ঞানের সর্বশেষ ধারণাটির কথা কোরান অনেক আগেই বলেছে। কুরান: 36:40। যেটা এখন মানুষ পরিস্কার বুঝতে পারে। মাতৃগর্ভে মানবদেহের ক্রমবিবর্তনের একটি বিস্ময়কর বর্ণনা আছে কোরানে (কুরান: 23:14), যেটি বিজ্ঞান জানতে পেরেছে খুবই সমপ্রতি, চিকিৎসাবিজ্ঞানের আধুনিকতম যন্ত্রগুলি আবিষ্কারের পর। এরকম উদাহরণ অসংখ্য রয়েছে। বিজ্ঞানের সাথে ইসলামের বিস্ময়কর সম্পর্কগুলো আবিস্কার করতে এখানে যেতে পারেন। nviyb Bqvwnqv
ইসলামকে বিতর্কিত করতে পারে এরকম একটি থিওরি হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ। কিন্তু এটা স্বতঃসিদ্ধ বিজ্ঞান নয়। কতগুলো বিচ্ছিন্ন উপাদানের উপর ভিত্তি করে গড়ে তোলা একটি মতবাদ মাত্র। বিবর্তনবাদের ত্রুটিগুলোর বিপরীতে সৃষ্টিতত্ত্ব নিয়ে ইসলামের ধারণার স্বচ্ছতা নিয়ে জানতে এটা পড়ুন। [link|http://harunyahya.com/c_refutation_darwinism.php|wiwdD
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



