আমি খুব ভালো চাকরি করি। মাসের ঠিক এক তারিখে বেতন পাই। আগে যখন বেতন পেতাম, সেই টাকা বাড়িতে পাঠাতে সপ্তাহ পার হয়ে যেত। অনেক সময় ঠিক মতো পৌছাতো না।
এজন্য বাড়িতে মা দুঃখ করে বলতো, তোর বেতন হয় এক তারিখে, আর আমাগো বেতন হয় ৭, ৮ তারিখে।
এখন বেতন পাবার সাথে সাথে মাকে টাকা ''বিকাশ'' করে দেই।
এখন আমার মাও বেতন পান, ঠিক মাসের এক তারিখে।
আমার অফিস যেমন ভালো, তেমনি আমিও ভালো ছেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




