বাই এয়ারটাইম সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে মোবাইল এয়ারটাইম কিনতে পারবেন। শুধু নিজের মোবাইলেই নয়, আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে অন্যের মোবাইলেও এয়ারটাইম রিচার্জ করতে পারবেন।
মোবাইলের এয়ারটাইম কিনতেঃ
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “বাই এয়ারটাইম” সিলেক্ট করুন
৩। আপনার অপারেটর সিলেক্ট করুন
৪। আপনার সংযোগের ধরন সিলেক্ট করুন
৫। যে নম্বরে এয়ারটাইম রিচার্জ করতে চান সেই নম্বরটি দিন
৬। যত টাকার এয়ারটাইম কিনতে চান তার পরিমাণ লিখুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




