--"লতিফ সাহেব, আর তো পারিনা। এমন ডাগর ডাগর মেয়েদের মাঝে থেকে নিজেকে ঠিক রাখতে পারিনা। এমন ডাঁসা পেয়ারার স্বাদ নিতে সাধ জাগে"
-- "স্যার..তা আর বলতে "
এমন সময় একটি মাইক্রো এস দাড়ালো। কথপকথনরত ব্যাক্তদ্্বয় গাড়িতে উঠে বসলেন।
পাঠক, উপরের সংলাপ দু'টো কোন অশিক্ষিত লোকের নয়, নয় কোন পতিতালয়ের দালালের কিংবা কোন জানোয়ারের। হ্যা এটি হতে পারে কোন হীন চরিত্রের মানব সন্তানের। তবে আমি বলছি এ সংলাপ দু'টোর প্রথম টির প্রবক্তা একজন প্রফেসর ও একজন সহকারী অধ্যাপকের। আপনারা ইতমধ্যে পরম সম্মানিত সেই প্রিনসিপ্যাল সম্পর্কে অবগত। অপর জন , স্যারের যোগ্য সহযোগী, জনাব আব্দুল লতিফ , সহকারী অধ্যাপক, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ।
সেদিন ক্যম্পাসে ঢোকার মূহুর্তে আমার সম্মানিত শিক্ষকদ্্বয়ের এ কথোপকথন শুনে লজ্জায় , ঘৃনায় সমস্ত শরীর রি রি করে উঠেছিল। ক্ষোভে দুঃখে সেদিন আর ক্লাসে যাইনি।
এ ঘটনা এখনো মনে হলে ভাবি , " জাতির পিতা শিক্ষক এবং তিনি ??!!"
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৬ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




