somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক বন চটকানা খাওয়া কয়েকটা মুভি !! X(( :(( =p~ :P

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে মুভি রিভিউ দেখতে দেথতে ভাবলাম, আমিও রিভিউ লেখমু । কিন্তু লেখতে গিয়া বুঝলাম, এই মাল লেখা মনে হয় আমার দ্বারা হইবে না/:)

কিন্তু তাই বলে তো আর সিনেমা দেখা বন্ধ করা যায় না, সুতরাং মুভি দেখা কন্টিনিউজ।কিন্তু ভ্যাজাল টা লাগল তখন, যখন কতগুলা প্রতিক্ষিত সিনেমা দেখতে গিয়া রীতিমতো বন চটকানা খাইয়া মাথা গুলাইয়া গেল।

এই ছ্যাকা খাওয়া মার্কা কয়েকটা সিনেমা সম্পর্কে কিছু লেইখা মনের ঝাল মিটানোর উদ্দেশ্যেই এই পোস্ট।যেহেতু রিভিউ লেখক হইতে পারতেছি না, তাই ঝাল ঝাইড়া শান্তি লই।

শুরুতেই একখানা হিন্দী সিনেমা।কিন্তু একটা ছোট জোকস আগে লিখে নেই।
এক ভদ্র লোক গেছে দোকানে চা খাইতে,চা সামনে আসতেই বেচারা দেখতে পাইল, চায়ের মধ্যে মাছি সাতার কাটতেছে। বেচারা চেচাইয়া উঠল:ওই ব্যাটা, চায়ের মধ্যে মাছি ক্যান?ওয়েটার:ওই মিয়া, চিল্লান ক্যান?২ টাকার চায়ে মাছি পড়ব না তো কি এরোপ্লেন পড়ব!!


যদিও বেশীরভাগ হিন্দী ছবি সাধারণত এই যুগে ২ টাকার চায়ের মতই তারপরও কিছু কিছু ছবি আশা নিয়া দেখতে বসি। এই যেমন "বোল বচ্চন" । ক্ল্যাসিক "গোলমাল" সিনেমার থেকে গল্প ধার কইরা নিয়াও শেষ পর্যন্ত রাণীক্ষেত রোগী বানাইয়া ছাড়ল।অভিষেক এর মনে হয় সব গেছে, অর দোস্তানা টাইপের সিনেমা করাই ভালো, কবে জানি শুনতে পামু -ব্রেকিং নিউজ:ঐশ্বরয়ার কপাল পুড়ছে, অভিষেক সালমান খানরে বিয়া করছে!!!- সিনেমার মধ্যে অভিষেক এর বন্ধুটার অভিনয় দেইখা মনে হইছে অয় গরু চুরি করলেই মনে হয় ভালো হইতো!?আর অজয়-- বিরক্তিকর অভিনয় কইরা মেজাজ বিগড়াইয়া দিছে।


হিন্দী সিনেমার থেকে সইরা আইসা দেখলাম "আ্ইস এজ" । অ্যানিমেশন মুভির জগতে অন্যতম সেরা একটা সিরিজ (আমার ওয়ান অফ দ্যা ফেভারিট), আমারে হতাশার জগতেই ডুবাইছে।কন্টিনেন্টাল ড্রিফ্ট এ কন্টিন্টোল এডভেঞ্চারস ই নাই।শুরুটা ঠিক হইলেও শেষ পর্যন্ত টিপিক্যাল বাংলা সামাজিক সেন্টিমেন্টাল একশন কমেডি মুভিতে পরিণত হইছে।ক্যাপ্টেন গাট এবং তার দলের ক্যারাক্টারগুলাকে ডেভেলপ ই করা হয় নাই। আতকা কই থাইকা আইনা জুইড়া দিছে, এরকম মনে হইছে।দিয়েগো'র জন্য যদিও একখান ফিমেল স্টার আনা হইছে, তার ক্যারাক্টার ইম্পরটেন্সি হাওয়া হইয়া গেছে।এদের পরিচয় এর বিষয়টা অনেকটা এরকম
"সেবারটুথ নায়িকা:হারামী দিয়েগো আমি তোর রক্ত খাবো!!
দিয়েগো:আমার রক্তে বিষ আছে।
সেবারটুথ নায়িকা:ও!তাইলে পানি খামু,

শেষমেষ মনে হইল গ্র্যানী সিড আর তিমি টাই এনাফ ছিলো ধ্বজভংগ একটা পাইরেট গ্রুপরে ছাতু বানায়া দেয়ার জন্য।ক্যাপ্টেন গাট আর ম্যামথ ম্যানি এর ফাইট টাও হইছে কোন রকমের।সো, আইস এজ আমার চেহারার ডাইস চেঞ্জ কইরে দিছে !!!X(X(


যাই হোক চিন্তা করলাম, অ্যানিমেশন তো, সুতরাং ওর প্রবলেম ওভারলুক করা সম্ভব কারন আর যাই হোক চালা্য়া নেয়া যায়।এইবার দেখলাম "ব্যাটলশীপ"। ট্রেলার দেখছিলাম আগেই, মনে করলাম এইবার মনে হয় কিছু একটা হইব, তা হইছে ঠিকই -কিন্তু যা হইছে তা হল "জোলার ব্যাঘ্র স্বীকার এর মত, জোলা নাকি গাঞ্জা খাওয়াইয়া বাঘ মাইরা ফালাইসিল" । আসমান থিকা একদল অত্যাধুনিক সিপাই বাহিনী দুনিয়ায় আইলো, (কার নানীর সাথে যে দেখা করতে আসছে কিছুই বুঝতে পারলাম না)আর আইসাই হম্বিতম্বি শুরু।এই স্পেস কাম ফাইটিং শিপ গুলা এতই অত্যাধুনিক যে পানির উপরে লাফাইয়া লাফাইয়া চলে (হলিউডে ইদানিং গাঁজা বেশ সস্তা মনে হইতেছে)।পুরা ন্যাভাল ট্রেইনিং টিম যখন এলিয়েনদের কবলে, মার্কিন ফোর্স আর নাসা তখন একে আরেকজনের পাছা চুলকাইয়া আরাম দিতে ব্যস্ত আর ওয়েট করতাছিল কবে লেফটেন্যান্ট হপার খেল দেখাইবো এবং সারা দুনিয়া আযাদ হ্ইয়া আহ্লাদে বাকবাকুম করবো হা হা হা !!।পুরা সিনেমাটাই একটা ফালতু আর পুলাপাইনের ভিডিও গেম এর মহড়া। আর কাস্টিং (?!) মনে করছিলাম লিয়াম নিসন যেহেতু আছে, ভালো কোন কারিশমা দেখা যাইবো, কিন্তু ওরে দেখলাম থার্ড গ্রেড হিন্দী সিনেমার মাথা মোটা বাপের ভূমিকায় আর বাকিগুলান রে কৈ থিকা যে লইছে আর কি কারনে যে লইছে কিছু ঠাহর করতে পারলাম না।মোটকথা ঘোড়ার রেসে গাধার নর্তন কুর্দন আর কি।


যা হোক কারো কারো কাছে শুনলাম "প্রমিথিউস" নাকি ভালো করছে।অতঃপর রুমীর কাছে শুনলাম আছে মুভিটা, সুতরাং নো লেট-তার কাছ থেকে নিয়া রাইত ১১.৩০ টার সময়ই বইসা পড়লাম মুভি দেখতে।IMDB ৭.৩ রেট পাওয়া একটা মুভির তুলনায় এটাকে বেশ কয়েকটা পঁচা ডিম পাওয়ার যোগ্য মনে হইছে, যদিও মুভিটা ব্যাটলশিপ এর মত আল্টিমেট বস্তা পঁচা মনে হয় নাই। শেষ দেইখা মনে হইছে এলিয়েন মুভিটার প্রিকুয়েল মাত্র।শুরুতেই কি একটা আজব চেহারার চিড়িয়া কি মনে কইরা কিছু একটা খুইলা মুখে দিতেই ছিড়া বিড়া সাবাড় হইয়া পানির সাথে মিশা গেল।অতঃপর কি কারনে এই আত্ম্হুতি তা আর বোঝা গেল না।পুরা সিনেমায় কোন অন্যরকম কিছু নাই।আর যে ঘটনা, সেটা তো অনেকটা তালগাছে বেল ধরার মত।সাইন্টিস্ট বেচারারা কিছু একটা খুঁজতে গিয়া আজাইরাই কট খাইয়া গেছে।কতক্ষন এলিয়েন প্লানেটে এলিয়েনদের বিরুদ্ধে মারামারি, আবার ঐ এলিয়েনরাই এই প্লানেটে এলিয়েন B-)/:)X(( -- একটা সময় সব মইরা সাফ এবং ট্রেডিশনাল সাই ফাই মুভির মত একটা নায়িকা বাইচ্চা থাকে উইথ এ কল্লাকাটা রোবট।তারা আবার ঐ কন্ডিশনে আরো এক্সপেডিশনের উদ্দেশ্যে রওনা করে।বুঝেন, মানুষ কত্ত বড় এলিয়েন।


সব শেষে "দি অ্যাভেঞ্জারস"। যদিও এই মুভিটা হলিউড কাপানো, সারা দুনিয়া দাপানো এক মহা মুভি, তারপরও যে আশা নিয়া পুরা একটা বছর ওয়েট করছি (ট্রেলার দেখার পর থেকা) সেরকম লাগে নাই আমার কাছে।একটা পর্যায়ে নিক ফিউরির কাজ নিয়া একটা ভুল বুঝাবুঝি হয় হিরো দের মাঝে--ওই যায়গাটা মনে হইসে
"আয়রন ম্যান: নিক, তুমি গাঁজার গাছ নিয়ে কি করতে চেয়েছিলে?
নিক: আমি সারা পৃথিবীতে গাঁজার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠ করতে চেয়েছি।
ব্রুস: সে কথা তুমি আমাদেরকে কেন বললে না।আমরাও তো এরকম একটা কাজ করতে চাই।
আয়রন ম্যান: ছিঃ নিক, ছিঃ -তুমি আমাদের কে ধোকা দিয়েছ, আমরা খেলুম না।:((:(( ।"

সিনেমাতে এ্যাকশনে কোন স্পেশালটি পাই নাই।ট্রান্সফরমারস, এর থেকে অনেক বেশী দেখায়া ফালাইসে।লকিরে তো আদ্দি কালের আলিফ লায়লার জিঙ্গালু জোঙ্গলার মত মনে হইছে,"হু হো হা হা হা হাআ আ আ, তোরা আমর চুল ছিড়তে পারোস না তো কি হইছে, আমি ই আমার চুল ছিড়ুম, হু হো হা হা হা হাআ আ আ" --ভিলেন হিসেবে ওর জোকার থিকা কিছু শিক্ষা নেয়া লাগবে।সুপার হিরোদের দেইখা মনে হইসে কোন প্যাসন নাই, হুদাই টাইম পাইসে তাই কিলাইতে চইলা আইছে।"চল মামু, ফ্রি ডান্ডা গুডি খেলার চান্স পাইছি, আয় খেইলা আই" (ব্যক্তিগত চিন্তা : থর যে সুপার হিরো, এই কথাটা ওরে কোন গাধায় কইসে ..???ও কিয়ের লইগা সুপার হিরো X(X(X(:-/:-/)
মোট কথা পুরা সিনেমাতে কোন কিছু ফুলফিল্ড মনে হয় নাই, অনেক কিছু যেন আজাইরা ।

অনেকের অনেক পছন্দের সিনেমাই হয়ত আছে এর মধ্যে, কিন্তু কেউ দয়া কইরা হিট খাইয়েন না। কোন সিনেমারে পঁচানোর জন্য এই পোষ্ট দেই নাই। আমি যেই সিনেমা দেইখা টাউল্লা খাইছি ওই ব্যপারটাই লিখলাম।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ফাঁকফোকর-০৩

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১২:৪২

যেকোনো চাকরির নিয়োগের পরীক্ষা চলছে। সেটা পাবলিক সার্ভিস কমিশন, বিভিন্ন সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা পর্যায়ের কোনো কার্যালয়ে হতে পারে। এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হতে পারে। একজন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অনাকাঙ্ক্ষিত অতিথি

লিখেছেন ইসিয়াক, ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:১২

(১)
মাছ বাজারে ঢোকার মুখে "মায়া" মাছগুলোর উপর আমার  চোখ আটকে গেল।বেশ তাজা মাছ। মনে পড়লো আব্বা "মায়া" মাছ চচ্চড়ি দারুণ পছন্দ করেন। মাসের শেষ যদিও হাতটানাটানি চলছে তবুও একশো কুড়ি... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিরোধী মতের কাউকে নীতি মালায় নিলে কি সত্যি আনন্দ পাওয়া যায়।

লিখেছেন লেখার খাতা, ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

ব্লগ এমন এক স্থান, যেখানে মতের অমিলের কারণে, চকলেটের কারণে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক তর্কাতর্কি বিতর্ক কাটা কাটি মারামারি মন্তব্যে প্রতিমন্তব্যে আঘাত এগুলো যেনো নিত্য নৈমিত্তিক বিষয়। ব্লগটি... ...বাকিটুকু পড়ুন

সিকান্দার রাজার চেয়ে একজন পতিতাও ভালো।

লিখেছেন ...নিপুণ কথন..., ০৪ ঠা মে, ২০২৪ রাত ৮:০৭

সিকান্দার রাজা কোকের বোতল সামনে থেকে সরিয়ে রাতারাতি হিরো বনে গেছেন! কিন্তু তাকে যারা হিরো বানিয়েছেন, তারা কেউ দেখছেন না তিনি কত বড় নেমকহারামি করেছেন। তারা নিজেদেরকে ধার্মিক বলে দাবি... ...বাকিটুকু পড়ুন

ব্লগার'স ইন্টারভিউঃ আজকের অতিথি ব্লগার শায়মা

লিখেছেন অপু তানভীর, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১১:০৫



সামুতে ব্লগারদের ইন্টারভিউ নেওয়াটা নতুন না । অনেক ব্লগারই সিরিজ আকারে এই ধরণের পোস্ট করেছেন । যদিও সেগুলো বেশ আগের ঘটনা । ইন্টারভিউ মূলক পোস্ট অনেক দিন... ...বাকিটুকু পড়ুন

×