এমনিতেই এ পেইজটিতে যে পোস্টগুলো আশে তা আসলেই বেশ 'জটিল'...কিন্ত 'জটিল ছবি ও জোকস' নামে আল্লাহর বাণী প্রচার করাটা কতটুকু যুক্তিযুক্ত? যদি আল্লাহর বাণী প্রচার করার ইচ্ছাই থাকে তাহলে অন্য নামে পেইজ খুলে সেখানে পোস্ট করাটাই কি সঠিক নয়? উপরে লেখা "জটিল ছবি ও জোকস" আর নিচে আল্লাহর বাণী..!! আল্লাহর বাণী কোন জোকস নয়, এটা অবশ্যই এড়িয়ে যাবার মতো বিষয় নয়।
সব কিছুতেই কিন্তু খোজার মতো মানুষ আমি নই, কিন্তু এই ধরনের পোস্ট এড়িয়ে যেতে পারলাম না। সৃষ্টিকর্তার বাণী ছেলেখেলা নয়। এখানে অন্য কোন ধর্মের কোন বিষয় থাকলেও আমি একই কথা বলতাম। ধর্ম এমনিতেই স্পর্শকাতর বিষয়, সেখানে আমাদের আরো সচেতন হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




