জায়গাটা মিরপুর,ভেরিবাঁধে। বসে আছি বাঁধে,বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, পিছনে আমার সাইকেলটা রাখা। মন খারাপ হলেই আমি এইখানে চলে আসি। বর্ষাকাল বলেই পানিতে পূর্ণ হয়ে আছে নদীটা, এতই পূর্ণ যে পানি আমার পায়ের কাছে চলে এসেছে। সামনে বিস্তৃত জলরাশি,অসাধারণ একটা দৃশ্য। এলোমেলো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কতগুলো সুন্দর সময় পিছনে ফেলে এসেছি...স্কুল,কলেজ... আজকে মন খারাপ হওয়ার কারণটা ভিন্ন,প্রিয় মানুষের সাথে মেজাজ খারাপ করেছি...চিন্তা করছিলাম সামনের দিন গুলা কেমন হবে। ভিজতে ভিজতে যখন খেয়াল হল যে,ঠান্ডা লেগে যেতে পারে, তখন উঠে পরলাম...
যদিও এই কথা গুলোও এখন স্মৃতি, প্রায় ৪ বছর আগের কথা। আজকে অনেক দিন পরে বন্ধুদের সাথে বাঁধে গেলাম। পুরনো এই কথা গুলো মনে পরলো। বন্ধুরা যখন গল্পে ব্যস্ত আমি তখন চিন্তা করছি যে ২৫ টা বছর পিছনে ফেলে এসেছি, তা নিয়ে। কি অর্জন করলাম...কি হারালাম...এইগুলা হাবিজাবি। কিছুই তো অর্জন করতে পারি নাই, অন্তত কারো প্রিয় বন্ধুর তালিকায় নিজের নামটাও নয়। দেখতে দেখতে ইউনিভার্সিটি শেষ করে ফেললাম, অথচ এতো বাজে একটা রেজাল্ট নিয়ে বের হচ্ছি,কি আর বলবো। নিজের উপর যথেষ্ট বিরক্ত। এইতো এর আগের দিন ছোট বেলার এক বন্ধু যখন খুব বাজে একটা কাজের জন্য আমাকে দায়ী করল,নিজের উপর তখন প্রচন্ড রাগ হচ্ছিল। কারো জন্য ভালো কিছু তো করতেই পারলাম না...শুধু ক্ষতিই করেছি। যাই হোক...আবজাব অনেক প্যাঁচাল পারলাম,এইবার ক্ষান্ত দেই। রবিবার যে পরীক্ষাটা আছে, ওইটা নিয়ে চিন্তা করি। আসলে পুরনো চিন্তা গুলো মনটা কে বিক্ষিপ্ত করে রেখেছে...তাই ভাবলাম, লিখতে বসি,যদি মনটা একটু হালকা হয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




