সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে। এমন কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে এবার আর পথভ্রষ্ট হয়নি বাংলাদেশ। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে রকিবুল হাসানের অপরাজি পঞ্চাশ রানের সুবাদে জিম্বাবুয়েকে সহজেই ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ৯ উইকেটে ১৬০ রান করে। বাংলাদেশ ৩১ বল বাকী থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ৫০ ওভারে ১৬০/৯ (সিবান্দা এলবিডব্লু ব নাজমুল ৭, মাসাকাদজা ক রুবেল ব নাজমুল ১৭, মাৎসিকেনেরি রান আউট (মাশরাফি) ১০, টাইবু ক মেহরাব ব রুবেল ৩, উইলিয়ামস রান আউট (মাশরাফি) ৫৯ , চিগুম্বুরা ব নাজমুল ১, ওয়ালার ব রুবেল ১, উতসেয়া এলবিডব্লু ব মাশরাফি ৩৮, প্রাইস ব মাশরাফি ৭ , মুপারিওয়া অপরাজিত ১ , অতিরিক্ত ১৬ ; মাশরাফি ১০-১-২২-২, নাজমুল ১০-১-২৮-৩, রুবেল ৮-২-২৯-২, সাকিব ১০-৩-২৪-০, নাইম ৯-০-৩৯-০, মাহমুদুল্লাহ ৩-০-১২-০)
বাংলাদেশ : ৪৪.৫ ওভারে ১৬৪/৪ (তামিম ব মুপারিওয়া ২১, মেহরাব ক উতসেয়া ব প্রাইস ৪৩, আশরাফুল ক উতসেয়া ব রেইন্সফোর্ড ৫, রকিবুল অপরাজিত ৫২, সাকিব ক টাইবু ব উতসেয়া ২২, মুশফিক অপরাজিত ১৩, অতিরিক্ত ৮; রেইন্সফোর্ড ৯-০-৩৩-১, উতসেয়া ১০-১-২৪-১, মুপারিওয়া ৮.৫-১-৩৫-১, চিগুম্বুরা ৬-০-৩৫-০, প্রাইস ১০-০-২০-১, উইলিয়ামস ১-০-১২-০)
ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : রকিবুল হাসান।
score: bdnews24.com
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




