পদার্থ বিজ্ঞানে
কাজের সংগা হল
কোন বস্তু যদি বল প্রযোগে সময়ে সাথে নিদৃষ্ট দুরত্ত অতিক্রম করে তাহলে তাকে কাজ বলে
আর যদি সরন মানে দুরত্ত অতিক্রম করতে না পারে
সে যত ই বল কিন্তু তার সরন শুন্য তাহলে তার কাজ শুন্য
২০১০ শুরু হল শুক্র দিয়ে
শেষ হচ্ছে শুক্রু দিয়ে
আতিক্রম করছে ৩৬৫দিন
অর্থাৎ ৮৭৬০ ঘন্টা বা ৫২৫৬০০মিনিট অথবা৩১৫৩৬০০০ সেকেণ্ড
এখন যদি পুরু বছরের কাজের হিসাব কষি
তাহলে এই দাড়াই
কাজ = দুরত্ত * বল
= ০* বল
= ০
কাজ = ০
বিঃ দ্রঃ দুরত্ত বা সরন শুন্য এই কারনে যে বছর শুরু হল শুক্র বারে শেষ হল শুক্র বারে সুতরাং যেখান থেকে শুরু সেখানে শেষ তাহলে মোট অতিক্রন্ত দুরত্ত শুন্য
সারাটা বছর
আমিও একি চক্রে বাধা ছিলাম
যেখান থেকে শুরু সেখানেই শেষ
৩১৫৩৬০০সেকেড্ডই একিই বৃত্তে ঘুরেছি
প্রাপ্তির খাতা শুন্য
মরিচিকা আর মিথ্যে আমাকে গ্রাস করেছে
হারিযেছি সক্রিযতা অর্জন করেছি কৃ্তিমতা
প্রতিটা মুর্হুত যুদ্ধ করছি
আমি আমার সত্তার বিরুদ্ধে
আপন হচ্ছে পর
যা ভাবিনি আগে
তাই হচ্ছে গড়
আমি মুক্তি চাই এই নিষ্ঠুর বাস্তবতা থেকে
মুক্তি চাই এই যান্তিক সমাজ ব্যবস্তা থেকে
ফিরে যেতে চাই সভ্যতার মুলে
পেতে চাই নির্ম ল আনন্দ
আর এক বুক সবুজ শষ্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





