১] আধা কোটি লোক যে পেশার সাথে সেটা হলো শেযার মার্কেট আর এই মার্কেট আজ তিলে তিলে ধংসের পথে।পথে বসেছে আজ বিনিয়োগকারীরা
২]১৯৭১ এর পর এই প্রথম এক সংগে ১২টি জেলা শহরের সাথে ঢাকার যোগাযোগ ছিলনা।
৩]ক্রমাগত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যে আগুন
৪]সামাজিক অপরাধ বেড়া ও বিনাবিচারে মানুষ খুন
৫]ডিজেলের মুল্যে ভু্র্তুকি কমানো -কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়া, পাবলিক বাস ভাড়া বেড়ে যাওয়া,পণ্যবাহী ট্রাক ভাড়া বাড়ে যাওয়া বিনিময়ে একটা শ্রেনীকে বড়লোক হওয়ার সুযোগ করে দেয়াতে উৎসাহিত করা।
৬]সরকারের কতিপয় সুবিধা ভুগীদের দাপট ও সরকার প্রধানের লাগামহীন এবং ভাববিচারহীন কটু বাক্য প্রদান করা।
৭]অযোগ্য কতিপয় minister -"যারা অযোগ্য but সৎ অথবা যোগ্য but অসৎ" তাদের উপর সরকার নিভর্র করছে
এক কথায় "সরকার প্রধানকে দুধের মাছিতে ঘিরে ফেলেছে"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





