হে প্রভু, আসমান যমিন এবং আমরা দুচোখে যা কিছু দেখি না দেখি সব কিছুর মালিক একমাএ তুমি। তোমার হুকুম ছাড়া গাছের একটি পাতারও নড়ার ক্ষমতা নেই। তুমিই জীবন ও মৃত্যু দান কর। তুমি যদি কারও ভালো চাও তাহলে কারও সাধ্য নাই তার ক্ষতি করে, তুমি যদি কারও ক্ষতি চাও তাহলে কেও তার ভালো করতে পারে না। তুমি পরম করুনাময় অসীম দয়ালু।
এই নতুন বছরে আমি আমার বিগত জীবনের সকল গুনাহ্ থেকে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
তুমি যদি তোমার এই পাপী বান্দাকে ক্ষমা না কর তাহলে কেও ক্ষমা করতে পারবে না।
আমি ওয়াদা করছি আর কখনও তোমার অবাধ্য হব না। তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, আমাদের সহজ, সরল, সুন্দর পথ প্রদর্শন কর।
হে প্রভু আজ যখন আমরা অনেকেই নতুন বছরের আগমনে আনন্দিত, ঠিক সেই সময় আমাদের ফিলিস্তন,আফগানিস্তান, ইরাক এর ভাই বোনেরা কাফেরদের নির্যাতনে প্রাণ হারাচ্ছে। তুমি তাদের উপর রহম কর, সমগ্র মুসলিম জাতিকে সঠিক পথ প্রদর্শন কর। আমিন।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




