somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার দামাল ছেলেরা

১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[মুক্তিযুদ্ধের প্রতিবেদন ২]
- মার্টিন এডিনি

প্রায় পঞ্চাশটা গ্রাম। ধানক্ষেতগুলোর মধ্যে মাটির ভিটে করে তৈরি। বাড়িগুলোর খড়ের বেড়া আমগাছ ও কলাবাগানে ঢেঁকে আছে। ঢাকা থেকে ২০ মাইল দূরে আমিনপুর ইউনিয়ন যেতে হয় ফেরিতে পদ্মা পার হয়ে। আমরা যখন পৌঁছালাম তখন আওয়ামী লীগ ইউনিয়ন কমিটির সদস্যরা চায়ের দোকানে কাঠের বেঞ্চে বসে ছিল। দোকানের দেয়ালে সংবাদপত্র ও ‘দেশ বিদেশের গল্প’র প্রুফ সাঁটা ছিল। সারা প্রদেশে প্রতিষ্ঠিত সংগ্রাম পরিষদের মতো তাদেরটাও একটি সংগ্রাম পরিষদ। পূর্ব বাংলাকে তারা স্বাধীন বাংলাদেশ হিসেবে ধরেই নিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। ৫৮টি গ্রামে তাদের তিনশত সক্রিয় কর্মী রয়েছে। এর মধ্যে ১০০ জনকে নিয়ে সংগ্রাম পরিষদ (action committee) গড়ে তোলা হয়েছে, যাতে প্রয়োজনে সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করা যায়। ইতোমধ্যে একজন গ্রামবাসী তাদের প্রশিক্ষণও দিয়েছে। তিনি ভারতের রয়াল আর্মির ল্যান্স কর্পোরাল ছিলেন বলে দাবি করেন। অত্যন্ত সাহসের সাথেই তারা জানালো, তাদের কাছে শুধুই দেশীয় অস্ত্রশস্ত্র যেমন লাঠি, রামদা ও তীর-ধনুক আছে। তবু তারা আত্মবিশ্বাসী যে শত্রুদের অস্ত্রসস্ত্র কেড়ে নিতে পারবে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, সেনাবাহিনী সরাসরি আক্রমণ করলে আপনারা কী করবেন? প্রথমেই তারা নৌ পারাপার বন্ধ করে দেবে বলে জানালো। তারা সড়কপথ বন্ধ করে দেবে এবং এ্যামবুশ করবে। ভূমি থেকে উঁচু সংকীর্ণ মহাসড়কগুলোতে শত্রু পরিবহন এ্যামবুশ করা খুব সহজ।

‘মুক্ত’

অনুমান করা যায়, সেনাবাহিনী অগ্রসর হতে শুরু করলে বাংলার পুরাতন রাজধানী সংলগ্ন এই আমিনপুরে অভিযান চালাবে এবং ধ্বংস্তুপে পরিণত করবে। এখানে আমরা যে আলাপচারিতা শুনলাম তা ঢাকায়ও চলছে। তবে নিজেদের আলাপচারিতা সমর্থন করার মতো পর্যাপ্ত প্রমাণ এরা দেখতে পারছে না। যে বন্ধু আমাদেরকে আমিনপুরে নিয়ে গিয়েছিল সে বলল, ‘সেনাবাহিনী যদি দমননীতি গ্রহণ করে তাহলে সে নিজ গ্রামে ফিরে গিয়ে গ্রামটিকে ‘মুক্ত এলাকা’ ঘোষণা করবে।

জনশুণ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কংক্রিট বক্সের একটি দেয়ালে .২২ বোরের দুর্বল রাইফেল সাজিয়ে রেখেছে ছাত্র নেতারা। তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা ইতোমধ্যে এসে গেছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট নুরে আলম সিদ্দীকি জানালো, ইয়াহিয়া যদি আসে তাহলে সে আসবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে। “পাকিস্তান নিয়ে আমাদের আর কোনো মোহ নেই। আমরা পাকিস্তানী পতাকা পুড়িয়ে দিয়েছি। আপনি কি এখানে একটাও পাকিস্তানী পতাকা দেখেছেন?” ছাত্ররা স্বল্পতম সময়ের নোটিশে ব্যাপক সংখ্যক বিক্ষোভকারী সংগ্রহ করতে পারে। তারা অন্যতম সংঘবদ্ধ শক্তি। তারা শেখ মুজিবকে সমঝোতার পরিবর্তে অন্যকিছু করতে চাপ দিচ্ছে। ছাত্ররাই পেছনে থেকে শেখ মুজিবকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছে, যদিও তিনি স্পষ্ট করে স্বাধীনতার কথা বলছেন না। শেখ মুজিবকে তারা সকল সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা প্রদান করেছে এবং দু’একজন বাদে সকলেই তার যেকোনো নির্দেশ পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সকলে একস্বরে কথা বলছে, সে কণ্ঠস্বর শেখ মুজিবের। গ্রামের চায়ের দোকানের লোকজন আর চেম্বার অব কমার্স অফিসের ব্যক্তিদের কথার মধ্যে কোনো ফারাক নেই। এখানকার ছাত্রদের স্বাধীনতা চাওয়ার পেছনে বিশেষ স্বার্থ আছে। তারা অভিযোগ করে যে তাদের সাত কোটি জনগণের চাকরির সুযোগ একেবারেই শূন্য। ভাগ্য সুপ্রসন্ন হলে তারা হয়ত পোস্ট অফিসের কেরানী বা শিক্ষকতার চাকরী পেতে পারে। সরকারি এবং অন্য সকল ভালো চাকরী পশ্চিম পাকিস্তানীদের জন্য সংরক্ষিত। মাসে ২০ পাউন্ড পাওয়া যায় এমন একটা চাকরী জোটাতেও তাদের অত্যন্ত বেগ পেতে হয়।

কর্মসূচি

তাদের কাছে প্রকৃত স্বাধীনতা হয়তবা বাইবেলে বর্ণিত ইহুদিদের ‘প্রমিজড ল্যান্ড’ এর মতোই কাঙ্ক্ষিত, কিন্তু সে স্বাধীনতা অর্জনের জন্য এখনও অনেক পথ পড়ি দিতে হবে। ছাত্রদের মধ্যে একক জাতীয় চেতনা থাকলেও তারা আদর্শগতভাবে একেবারে ভিত্তিহীন। তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কিংবা পূর্ব বাংলার পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ সমাজতন্ত্রে কথা বলে। কিন্তু আপনি যখন তাদের বলবেন যে এই উপমাহাদেশে সমাজতন্ত্র এমন একটি অমনিবাস শব্দে পরিণত হয়েছে যে তা দ্বারা সবকিছুই বুঝানো সম্ভব। তখন তারা পাট এবং অন্যান্য ভারী শিল্পগুলো জাতীয়করণের কথা বলবে যা সংখ্যায় একেবারেই নগণ্য। সমাজতন্ত্র বলতে তারা এসব শিল্প জাতীয়করণের ওপরই বেশি গুরুত্ব দেবে। বর্তমান পরিস্থিতি বাংলাকে এশিয়ান কমিউনিজমের ককপিট হিসেবে বিদেশি প্রভাবগুলোর কাছে কাঙ্ক্ষিত করে তুলেছে। তারপরও পূর্ব বাংলার পথ নির্ধারণ হওয়া এখনও বাকি রয়ে গেছে। একজন ছাত্রনেতা বললেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ‘সকলের সাথে বন্ধত্ব, কারো সাথে শত্রুতা নয়’। তার সহযোগীরা আবার বললেন, সকল বিদেশি প্রভাবকে উৎখাত করা হবে এবং প্রতিটি স্বাধীনতা আন্দোলনকেই সমর্থন করা হবে। এই আন্দোলনকে তারা স্বাধীনতা সংগ্রাম হিসেবে আখ্যায়িত করে এবং মনে করে যে বিশ্ববাসী এই সংগ্রামকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না। কী ঘটতে পারে সে ব্যাপারে তারা খুব বেশি ভাবছে না এবং সেনাবাহিনীকেই প্রথম পদক্ষেপ নিতে দিচ্ছে বলে মনে হয়। ছাত্র, গ্রামবাসী এবং যারা ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে গেছে তারা ইতোমধ্যে অনুমান করতে শুরু করেছে যে তাদের সাহসী বক্তব্যগুলো হয়ত অচিরেই পরীক্ষিত হবে।

দ্য গর্ডিয়ান
২৩ মার্চ, ১৯৭১


মুক্তিযুদ্ধের প্রতিবেদন ১ - মার্টিন এডিনি

প্রায় পঞ্চাশটা গ্রাম। ধানক্ষেতগুলোর মধ্যে মাটির ভিটে করে তৈরি। বাড়িগুলোর খড়ের বেড়া আমগাছ ও কলাবাগানে ঢেঁকে আছে। ঢাকা থেকে ২০ মাইল দূরে আমিনপুর ইউনিয়ন যেতে হয় ফেরিতে পদ্মা পার হয়ে। আমরা যখন পৌঁছালাম তখন আওয়ামী লীগ ইউনিয়ন কমিটির সদস্যরা চায়ের দোকানে কাঠের বেঞ্চে বসে ছিল। দোকানের দেয়ালে সংবাদপত্র ও ‘দেশ বিদেশের গল্প’র প্রুফ সাঁটা ছিল। সারা প্রদেশে প্রতিষ্ঠিত সংগ্রাম পরিষদের মতো তাদেরটাও একটি সংগ্রাম পরিষদ। পূর্ব বাংলাকে তারা স্বাধীন বাংলাদেশ হিসেবে ধরেই নিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। ৫৮টি গ্রামে তাদের তিনশত সক্রিয় কর্মী রয়েছে। এর মধ্যে ১০০ জনকে নিয়ে সংগ্রাম পরিষদ (action committee) গড়ে তোলা হয়েছে, যাতে প্রয়োজনে সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করা যায়। ইতোমধ্যে একজন গ্রামবাসী তাদের প্রশিক্ষণও দিয়েছে। তিনি ভারতের রয়াল আর্মির ল্যান্স কর্পোরাল ছিলেন বলে দাবি করেন। অত্যন্ত সাহসের সাথেই তারা জানালো, তাদের কাছে শুধুই দেশীয় অস্ত্রশস্ত্র যেমন লাঠি, রামদা ও তীর-ধনুক আছে। তবু তারা আত্মবিশ্বাসী যে শত্রুদের অস্ত্রসস্ত্র কেড়ে নিতে পারবে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, সেনাবাহিনী সরাসরি আক্রমণ করলে আপনারা কী করবেন? প্রথমেই তারা নৌ পারাপার বন্ধ করে দেবে বলে জানালো। তারা সড়কপথ বন্ধ করে দেবে এবং এ্যামবুশ করবে। ভূমি থেকে উঁচু সংকীর্ণ মহাসড়কগুলোতে শত্রু পরিবহন এ্যামবুশ করা খুব সহজ।

‘মুক্ত’

অনুমান করা যায়, সেনাবাহিনী অগ্রসর হতে শুরু করলে বাংলার পুরাতন রাজধানী সংলগ্ন এই আমিনপুরে অভিযান চালাবে এবং ধ্বংস্তুপে পরিণত করবে। এখানে আমরা যে আলাপচারিতা শুনলাম তা ঢাকায়ও চলছে। তবে নিজেদের আলাপচারিতা সমর্থন করার মতো পর্যাপ্ত প্রমাণ এরা দেখতে পারছে না। যে বন্ধু আমাদেরকে আমিনপুরে নিয়ে গিয়েছিল সে বলল, ‘সেনাবাহিনী যদি দমননীতি গ্রহণ করে তাহলে সে নিজ গ্রামে ফিরে গিয়ে গ্রামটিকে ‘মুক্ত এলাকা’ ঘোষণা করবে।

জনশুণ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কংক্রিট বক্সের একটি দেয়ালে .২২ বোরের দুর্বল রাইফেল সাজিয়ে রেখেছে ছাত্র নেতারা। তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা ইতোমধ্যে এসে গেছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট নুরে আলম সিদ্দীকি জানালো, ইয়াহিয়া যদি আসে তাহলে সে আসবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে। “পাকিস্তান নিয়ে আমাদের আর কোনো মোহ নেই। আমরা পাকিস্তানী পতাকা পুড়িয়ে দিয়েছি। আপনি কি এখানে একটাও পাকিস্তানী পতাকা দেখেছেন?” ছাত্ররা স্বল্পতম সময়ের নোটিশে ব্যাপক সংখ্যক বিক্ষোভকারী সংগ্রহ করতে পারে। তারা অন্যতম সংঘবদ্ধ শক্তি। তারা শেখ মুজিবকে সমঝোতার পরিবর্তে অন্যকিছু করতে চাপ দিচ্ছে। ছাত্ররাই পেছনে থেকে শেখ মুজিবকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছে, যদিও তিনি স্পষ্ট করে স্বাধীনতার কথা বলছেন না। শেখ মুজিবকে তারা সকল সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা প্রদান করেছে এবং দু’একজন বাদে সকলেই তার যেকোনো নির্দেশ পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সকলে একস্বরে কথা বলছে, সে কণ্ঠস্বর শেখ মুজিবের। গ্রামের চায়ের দোকানের লোকজন আর চেম্বার অব কমার্স অফিসের ব্যক্তিদের কথার মধ্যে কোনো ফারাক নেই। এখানকার ছাত্রদের স্বাধীনতা চাওয়ার পেছনে বিশেষ স্বার্থ আছে। তারা অভিযোগ করে যে তাদের সাত কোটি জনগণের চাকরির সুযোগ একেবারেই শূন্য। ভাগ্য সুপ্রসন্ন হলে তারা হয়ত পোস্ট অফিসের কেরানী বা শিক্ষকতার চাকরী পেতে পারে। সরকারি এবং অন্য সকল ভালো চাকরী পশ্চিম পাকিস্তানীদের জন্য সংরক্ষিত। মাসে ২০ পাউন্ড পাওয়া যায় এমন একটা চাকরী জোটাতেও তাদের অত্যন্ত বেগ পেতে হয়।

কর্মসূচি

তাদের কাছে প্রকৃত স্বাধীনতা হয়তবা বাইবেলে বর্ণিত ইহুদিদের ‘প্রমিজড ল্যান্ড’ এর মতোই কাঙ্ক্ষিত, কিন্তু সে স্বাধীনতা অর্জনের জন্য এখনও অনেক পথ পড়ি দিতে হবে। ছাত্রদের মধ্যে একক জাতীয় চেতনা থাকলেও তারা আদর্শগতভাবে একেবারে ভিত্তিহীন। তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কিংবা পূর্ব বাংলার পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ সমাজতন্ত্রে কথা বলে। কিন্তু আপনি যখন তাদের বলবেন যে এই উপমাহাদেশে সমাজতন্ত্র এমন একটি অমনিবাস শব্দে পরিণত হয়েছে যে তা দ্বারা সবকিছুই বুঝানো সম্ভব। তখন তারা পাট এবং অন্যান্য ভারী শিল্পগুলো জাতীয়করণের কথা বলবে যা সংখ্যায় একেবারেই নগণ্য। সমাজতন্ত্র বলতে তারা এসব শিল্প জাতীয়করণের ওপরই বেশি গুরুত্ব দেবে। বর্তমান পরিস্থিতি বাংলাকে এশিয়ান কমিউনিজমের ককপিট হিসেবে বিদেশি প্রভাবগুলোর কাছে কাঙ্ক্ষিত করে তুলেছে। তারপরও পূর্ব বাংলার পথ নির্ধারণ হওয়া এখনও বাকি রয়ে গেছে। একজন ছাত্রনেতা বললেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ‘সকলের সাথে বন্ধত্ব, কারো সাথে শত্রুতা নয়’। তার সহযোগীরা আবার বললেন, সকল বিদেশি প্রভাবকে উৎখাত করা হবে এবং প্রতিটি স্বাধীনতা আন্দোলনকেই সমর্থন করা হবে। এই আন্দোলনকে তারা স্বাধীনতা সংগ্রাম হিসেবে আখ্যায়িত করে এবং মনে করে যে বিশ্ববাসী এই সংগ্রামকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না। কী ঘটতে পারে সে ব্যাপারে তারা খুব বেশি ভাবছে না এবং সেনাবাহিনীকেই প্রথম পদক্ষেপ নিতে দিচ্ছে বলে মনে হয়। ছাত্র, গ্রামবাসী এবং যারা ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে গেছে তারা ইতোমধ্যে অনুমান করতে শুরু করেছে যে তাদের সাহসী বক্তব্যগুলো হয়ত অচিরেই পরীক্ষিত হবে।

দ্য গর্ডিয়ান
২৩ মার্চ, ১৯৭১


মুক্তিযুদ্ধের প্রতিবেদন ১
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১:২৮




আমাদের কার কি করা উচিৎ আর কি করা উচিৎ না সেটাই আমারা জানি না। আমাদের দেশে মানুষ জন্ম নেয়ার সাথেই একটি গাছ লাগানো উচিৎ । আর... ...বাকিটুকু পড়ুন

মানবতার কাজে বিশ্বাসে বড় ধাক্কা মিল্টন সমাদ্দার

লিখেছেন আরেফিন৩৩৬, ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ২:১৭


মানুষ মানুষের জন্যে, যুগে যুগে মানুষ মাজুর হয়েছে, মানুষই পাশে দাঁড়িয়েছে। অনেকে কাজের ব্যস্ততায় এবং নিজের সময়ের সীমাবদ্ধতায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। তখন তারা সাহায্যের হাত বাড়ান আর্থিক ভাবে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। আমের খাট্টা

লিখেছেন শাহ আজিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৪



তাতানো গরমে কাল দুপুরে কাচা আমের খাট্টা দেখে ব্যাপারটা স্বর্গীয় মনে হল । আহা কি স্বাদ তার । অন্যান্য জিনিসের মত কাচা আমের দাম বাড়াতে ভুল করেনি... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার ডেথঃ হ্যারল্ড শিপম্যান

লিখেছেন অপু তানভীর, ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৪



উপরওয়ালার পরে আমরা আমাদের জীবনের ডাক্তারদের উপর ভরশা করি । যারা অবিশ্বাসী তারা তো এক নম্বরেই ডাক্তারের ভরশা করে । এটা ছাড়া অবশ্য আমাদের আর কোন উপায়ই থাকে না... ...বাকিটুকু পড়ুন

আমার ইতং বিতং কিচ্ছার একটা দিন!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৭ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৩



এলার্ম এর যন্ত্রণায় প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে আমার। পুরাপুরি সজাগ হওয়ার আগেই আমার প্রথম কাজ হয় মোবাইলের এলার্ম বন্ধ করা, আর স্ক্রীণে এক ঝলক ব্লগের চেহারা দেখা। পরে কিছু মনে... ...বাকিটুকু পড়ুন

×