( পোষ্ট-২ )
রাইত বাজে ৪ টা ৫৫ মিনিট । ১৭ জানুয়ারী ১৯৯১ এ এই সময় আমি দুনিয়াতে পয়দা হইছিলাম
পয়লা ছেলে বইলা ২/৩ গ্রাম মিষ্টি রাইতেই পাস হইছে
সবার কানে আজান দেয় আর আমার কানে নাকি নানায়ে চিক্কুর দিয়া কইছে "কালেক্টর আইয়া পড়ছে
কালেক্টর হইছি লেকিন সরকারি না বেসরকারি
বাপে চায় আমি নানার মত মাতব্বর , চেয়ারম্যান এসব থেকে দূরে থাকি ( মানে নিরাপদ দূরত্বে
তাই বাপে আমারে ইঞ্জিনিয়ার বানাইতাসে
আমার ইচ্ছা তাই ছুডু । সবার মনে এক্ষান চেয়ার লইয়া বইসা যাইতে চাই । দেখি কি ভেল্কি দেখাইবার পারি । গেরামের মাইনশের কথার এক্ষান দাম তো রাখতে হইব । কি কস মমিন ???
কাইল সারা দিন ঘুমামু । নতুন বাচ্চার মত সারা দিন শুইয়া থাইক্কা দুনিয়ার দৃশ্য দেখুম । আহ কি সুদর দুনিয়া । আরে কি কস মমিন ??? বাংলাদেশ এ অশান্তি ???
ঐ মমিন গান লাগা
"তুমি কি দেখেছ কভু , জীবনের পরাজয় ......।। "
আবেগ রে আবেগ । কি আর করুম । এই গান ছাড়া কান্না আসে না । না কানলে নতুন বাচ্চা বাচ্চা লাগবো কেমতে
( ডায়রীর পাতা এখানেই শেষ । নিচে লালা কালি দিয়ে লিখা ছিলো -- আই লাভ ইউ আম্মু --

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




