: আপনার নাম?
:: চাপা চৌধুরী।
: আপনার বাড়ি?
:: চাঁপাই নবাবগঞ্জ
: আপনার প্রিয় ফুল?
:: চাঁপা ফুল।
: আপনার প্রিয় খাবার?
:: চ্যাপা শুঁটকি।
: অবসরে কি করেন?
:: চা পান করি।
: শখ কি?
:: চাপা মারা।
: আনন্দিত হলে কি করেন?
:: চাপা হাসি দেই।
: দু:খ পেলে?
:: চাপা কান্না করি?
: আপনার প্রিয় ব্যাক্তিত্ব কারা?
:: চাপাবাজি করে যারা।
: স্মরণীয় একটি ঘটনা বলুন।
:: ছোট বেলায় একবার দরজায় চাপা খেয়েছিলাম।
: তা আমি দেখছি আপনি কথায় কথায় চাপা চাপা করছেন। ব্যাপার কি?
:: ব্যাপারটি আমি চাপা রাখতে চেয়েছিলাম। তবুও আপনার চাপে পড়ে বলছি। বস্তুত আমার জীবনের চাপ থেকে চাপার জন্ম হয়েছে। বাবাকে দেখছি চাপাচাপি করে কত কষ্টে অফিসে যেতেন।
সারাটা জীবন অনেক চাপের মধ্যে থেকেও মাথা নত করেননি।
তার অবসরের পর পেনশনের ফাইলটিও চাপা পড়ে গেল।
অভাবের সংসারে বোনের বিয়ে দিতে গিয়ে যৌতুকের চাপে বাবা মারা যান।
তারপর সংসারের চাপে মায়ের হার্টে প্রচন্ড চাপ পড়ল। সেই থেকে সংসার নিয়ে খুব চাপের মধ্যে আছি।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




