ব্লগার আদ্রিতার ব্লগটি আজ ঘুরে দেখলাম। উনার লেখার হাত খারাপ না। ভাল বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তাহলে আবার অনেকে ধরে বসবেন আমি পাম পট্টি দেয়ার চেষ্টা করছি। লেখাগুলা আরেকটু রিভিশন দিয়ে কিছু শব্দ,বাক্য বদলিয়ে লিখলে তা পুরাপুরি প্রফেশনাল হয়ে উঠতে পারে।
উনার গল্পে কোন ন্যাকামি নেই। অর্থাৎ ' আঁধারের কালো জোছনায় ডুবে গিয়ে আমি এক বৃষ্টিস্নাত ধারায় হারিয় গেলাম' ( যে বাক্যের অর্থ বোঝা যায় না।)- এ জাতীয় বাক্য উনি ব্যবহার করেন না।
কবিতাগুলা পুরো পরিনি, তবে কবিতাগুলা মজার।
মেয়ে ব্লগার হিসেবে তাঁর লেখাগুলা অনেক 'ভালো লাগা' বাটন এ চাপ পড়ার কথা ছিল। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে তাঁর লেখায় ভাল লাগার সংখ্যা গড় পড়তায় ১২ জন। এর প্রধান কারন হল উনি অন্যান্য মেয়ে ব্লগারদের মত ন্যাকা নন। শুধু শুধু অন্যের পোস্টে গিয়ে ' তোমার লেখাটা মন ছুঁয়ে গেল, তোমার মনের আশা পূরণ হোক ভাইয়া' এই জাতীয় লেখা লিখেন না।
আশাকরি আপনারা এই মহিলা/মেয়ে ব্লগারটির ব্লগ চেক করবেন এবং তাঁকে আরো গল্প লিখতে উতসাহিত করবেন।
ধন্যবাদ সবাইকে
জোবায়ের বিন ইসলাম
(কমেন্ট ব্যান এ আছি। সিরিয়াস ব্যান। নিজেকে বোবা বোবা লাগছে। তাই যমজ ভাই এর সাহায্য নিলাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




