জীবনের চোরাবালিতে পা গেছে আটকে
বহমান সময় চলে যায় অতীতের স্মৃতিতে
যেখানে ছিলো শুধু আনন্দ বেদনার মিশেল
এখনও সময় যাচ্ছে কেটে তবে একটু ভিন্ন
নদীর জল, খাঁ খাঁ রোদ্দোরে মধ্যে ছুটাছুটি
সবই গেছে হারিয়ে পড়ে আছে ফেলে আসা
সময়ের কঙ্কাল আর সময়ের নিষ্ঠুর পদচিহ্ন
তবু আমি আমরা বেঁচে আছি হয়তো বা থাকবো
অনাগত আগামীর আশায় আর চেয়ে থাকবো
সময়ের চাকায় চলবে জীবন আর .......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




