রোদেলা দুপুরে এক নির্জন শান্ত পরিবেশে
তুমি আসবে বলেছিলে আমাকে-
আমি বসে আছি একা ,বটবৃক্ষের নীচে
সময় কেটে যাচ্ছে আনমনে বই পড়ে আর
উদার সুনীল আকাশের দিকে চেয়ে
অনেক সময় কেটে গ্যালো নির্ধারিত সময় থেকে
মিনিটের পর মিনিট পেরুয়,ঘন্টার পর ঘন্টা তবু
তুমি আসনি
অশান্ত মন আর একরাশ বেদনা নিয়ে বসে আছি
আমি
তারপর পেরিয়ে গ্যালো চিন্তা মগ্ন আরো কিছু মুহর্ত
নেমে এল সন্দ্যা
আকক্ষ্মাৎ তুমি এলে বিজলীর মত করে
হাতে আংটি ,পরনে নববধুর বেশ দেখলাম তোমাতে:
বললে ,সব ঘটনা ,কাদঁলে অনেকক্ষণ ধরে ।
আমি বুঝালাম আমরা পৃথক হয়ে যাচ্ছি
পরস্পর পরস্পরের কাছ থেকে দুরে অনেক দুরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



