আহ, একটু বেশী বয়সে খেলাটা শিখেছি, কিন্তু খেলাটার প্রতি যে ভালবাসা জন্মেছে তা, বলার ভাষা নেই, হল এ থাকতে ইন্টারন্যাশনাল ব্রিজ বলে যে খেলাটা সারাদিন খেলতাম, এটি সে খেলাই, কিন্ত আমরা খেলতাম অকশন ব্রিজ, যেটা অনেক সহজ এবং কিছুটা ভাগ্য দরকার, কিন্ত্ কন্ট্রাক্ট ব্রিজ এ ভাগ্য বলে কিছু নেই, পুরোটাই লজিক, তাই এখন বিশ্বব্যাপী দাবা কে ছাপিয়ে এর জয় জয়কার। তাসের একমাত্র খেলা হিসেবে অলিম্পিক স্পোর্ট। শুধু তাই নয়, আমাদের দেশসহ বিভিন্ন দেশে এটি আভিজাত্যার প্রতীক। (আমার নিজের অভিজ্ঞতায় বলি, খেলাটির সুবাদে অনেক অভিজাত জায়গায় যেতে পেরেছি, আরও ভাল খেল্লে দেশ বিদেশের আরও নানা জায়গায় যাবো) এই খেলা মানুষের চিন্তাশক্তি ও হিসেবের ক্ষমতা বাড়ায়, জুয়া খেলা ঠেকায় ( যেহেতু ভাগ্যের কোন ব্যাপার নেই তাই এই খেলায় জুয়া হয় না), সামাজিক যোগাযোগ বাড়ায়, যুথবদ্ধতার শিক্ষা দেয়, শুধু ব্রিজের উপর গত বছর পাচশত এর উপর বই বেরিয়েছে, এবং অগুনিত ওয়েব সাইট আছে। আমাদের দেশে দিন দিন খেলাটার প্রতি মানুষের আগ্রহ কমে আসছে, এইরকম একটি খেলা আমাদের তরুন সমাজকে আনন্দ ও সৃষ্টিশীলতা দুইই দেবে, সকলকে তাই ব্রিজের জগতে আমন্ত্রণ।
পুনশ্চঃ খেলাটার প্রতি কারও আগ্রহ থাকলে ওয়েব ঘাটুন, আমার খুব ইচ্ছে সামনে বিশ্ববিদ্যালয়ে একটি ওয়ার্কশপ করা,আগ্রহীগণ যোগাযোগ করুন, , বিশেষ করে যারা ভাল কার্ড খেলেন তারা অনেক ভাল করতে পারবেন। হতে পারে অদূর ভবিষ্যতে আমরা অলিম্পিক এ একটি সোনাও জিততে পারি.।সাড়া পেলে এই ব্লগে আলোচনা চালাবো আশা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




