একদম নিজের থেকে আলাদা করতে পারিনি তোদের। কখনও পারব বলেও মনে হ্য়না।
খুব অনিচ্ছাভরে ভর্তি হয়েছিলাম জাবির আই.আর-এ। সত্যি বলতে এই বিষয় সম্পর্কে আমি জাহাজ। বাবার একান্ত চাপে ভর্তি হয়েছিলাম। প্রথম দিন সাহাব স্যার যখন জিগগেস করলেন আমি গর্বিত কিনা এই বিভাগে ভর্তি হয়ে, আমি নগদে বলেছিলাম না।
অপুর সাথে বন্ধুত্ব ১ম দিন থেকে। খুবই আলাভোলা একটা ছেলে....।অনেক স্মার্ট। সবচেয়ে বড় কথা অসম্ভব ভালো মানসিকতার একটা ছেলে। আমার জীবনের এমন কোন ঘটনা নেই যা অপুকে বলিনি। আমাদের বন্ধুত্ব এমন ছিল যে অনেকেই ভাবত এ্যাফেয়ার!! ওর কারণে আমার প্রেম হত না, আমার কারণে ওর!! এখনও অফিস থেকে একসাথে ফেরার সময় এই ঝামেলায় পড়ি। কেউই পয়েন্ট নিতে পারিনা। আমরা দুইজনের জন্য শহীদও হয়েছি অনেকবার...টাংকুবাজির জন্য। দোস্ত তরে খুব ভালোবাসি।
এবার বলি হাসমুক আনন্দের কথা। এত বেসুরা গলায় গান গায়...কাকও লজ্জা পাবে!! ও ঠিক কানের কাছে এসেই গান গাইত। জেমস খুব প্রিয় তার। উফ! জেমস যদি জানত!! নির্ঘাত সুইসাইড!! ওর গানই ছিল আমাদের বন্ধুত্বের সোপান।
আমার চরম সব দুর্দিনে পাশে ছিল ওরা। ওদের ডেকেছি কিন্তু কাছে পাইনি এমন কখনও হয়নি।
জাবি সত্যি আমাকে দিয়েছে অনেক.......। তোদের অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। সত্যই তোদের খুব বেশি ভালোবাসি। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত শুধু প্রিয়জনদের হারিয়েছি। তোদের হারাতে চাইনা। কথা দিলাম পাশে থাকব সারা জীবন। শুধু আওয়াজ দিস!!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




