উল্টো পালটা ছুটির রুটিন
তোমার আমার সোনালী দিন
আকাশ-কুসুম ঘুমের নেশা,
আঁধোয়া মুখ, বুকের বাসায়,
থাক্ না থেমে একটি শুক্রবার।
ছ”টায় ওঠা,
ছুটে চলা,
অফিস পাড়া, কাজের দেয়াল,
হয়না দেখা-
লাল-নীল সংসার।
থাক্ না থেমে একটি শুক্রবার।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




