মনে মনে খুঁজি তারই মায়াবী আনন -
যে অস্তিত্বহীন, যে আসবে না কোনোদিন !
যার জন্ম আমার স্বপ্ননগরীতে
সে কেন নিঃশেষ হল নীরবে নিভৃতে ?
স্বপ্নের অবুঝ দুষ্টের সাথে প্রতিদিন কথা হয়,
"আমি হলাম তোর মা" এই দেই পরিচয়।
শুনতে পাইনি তার মুখে 'মা' ডাকটি মোর প্রিয়,
উহ! কী যে কষ্ট! কী যে যন্ত্রনা! তা অবর্ণনীয় !
বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায়
এ কেমন শাস্তি দিলে বিধাতা আমায় !
আজ আমার চোখের কোণে এক ফোঁটা জল
সবই তো বৃথা গেল হল নিষ্ফল
আজ নিজের মনের কাছেই চাইছি আমি মাফ
দেখছি আমি -
বুকের ভেতর খোদাই করা রিক্ত এপিটাফ !
নিঃসন্তান আমি ছাড়ি দীর্ঘশ্বাস বারিবার
আজ এক মায়ের হৃদয় জুড়ে শুধুই সন্তানের হাহাকার !
আজ আমি দিগ্বিদিকশুন্য এক পথভ্রষ্টা -
আমার মিনতি শুনতে কি পাচ্ছ হে সৃষ্টি্র স্রষ্টা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




