এই বার আমারে কেউ মাইরালাইতছ... আমার আপত্তি নাই........
** সৈয়দ আশরাফ এইচ এস সি পাস । তার প্রধান পেশা সমাজ সেবা।
** কৃষিখাতে প্রথান মন্ত্রির আয় ৭৫ হাজার টাকা।
** শেয়ারে অর্থলগ্নী করেছেন মুহিত। ব্যাবসা থেকে তার বাৎসরিক আয় ২৫ হাজার ৮শ ৫৮ টাকা
** ব্যাংকে কোন টাকা নেই সুরঞ্জিতের, স্ত্রীর নামে ছয়লাখ টাকা মাত্র।
** নগদ দেড় লাখ টাকার মালিক দিপু মনি।
** তথ্যমন্ত্রীর আয় আসে টিভি টক শো থেকে।
** পত্রিকায় লিখে উপার্জন করেন ওবায়দুর কাদের।
** ১০০ ভরি স্বর্নের মালিক রওশন এরশাদ।
** নিজ নামে জমি নেই নাসিমের।
এই অবস্থা হইলে এরা নির্বাচন করবো কেমনে। পরবর্তীতে আমাগো কী দিবো?????
সুত্র : বাংলা নিউজ।।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





