
এক বছরের কিছু বেশি সময় ব্যাবহার করেছিলাম।কোনো সমস্যা ছাড়াই।
সারাদিন টিপাটিপি করতাম এটা নিয়ে,এমন কি রাত্রে সবাই যখন সবাই ঘুমিয়ে থাকত তখনও।গেমসও খেলতাম এটা দিয়ে।আমার এ সেটে একসাথে সর্বোচ্চ ইন্সটল্ড
গেম ছিল ৮০টির বেশি।
সেটের সাথে ডাটা ক্যাবল না থাকায় পরে আলাদা কিনসিলাম।ইনফ্রারেড পোর্ট
দিয়ে বন্ধুদের মোবাইলে ডাটা শেয়ার করতে পারতাম।
সেট টা আমার কাছে থাকা অবস্থায়ই জিপি মোবাইলে ইন্টারনেট দিসিল।তারা কমার্সিয়ালি ছাড়ার আগে ৩মাস ফ্রি দিয়েছিল।তারও আগে ২/৩মাস আমি জিপিআরএস এর সুবিধা পেয়েছিলাম জিপি'র অল্প কিছু সৌভাগ্যবান গ্রাহকের মত।কারন আমি সেট টা নেয়ার পর থেকেই প্রায় কাষ্টমার কেয়ারে ফোন করে জিপিআরএস এর ব্যাপারে খোজ খবর নিতাম।এই যেমন চালু হচ্ছে না কেন/ কবে চালু হবে/ হলে আমি কিভাবে পাব.... এইসব আরকি..।তারা আমার কথা মনে রেখেছিল।
একদিন সকালে একজন ম্যাডাম ফোন করলেন আমাকে জিপি কাষ্টমার কেয়ার থেকে।
আমাকে জানালেন আমি নেটের ব্যাপারে আগ্রহী থাকায় আমাকে নেট লাইন দিচ্ছেন।আমাকে একটা মেসেজ পাঠাবেন যা ১২৩৪ দিয়ে সেভ করতে হবে,তাহলে আমি নেট ইউজ করতে পারব আমার মোবাইলে।আরো বলল কমার্শিয়ালী লন্চ করার আগ পর্যন্ত এতে আমার কোন খরচ হবে না।যদি কোন সমস্যা হয় তাদেরকে ফোন দিলে ঠিক করে দিবে।আমি তো মহাখুশী, মোবাইলে নেট
যা হোক আমি ফ্রি নেট প্রায় ৬মাস ইউজ করেছিলাম
আমি মোবাইলে নিত্যনতুন এপ্লিকেশন/গেম ডাউনলোড করতে পছন্দ করতাম/করি।একসময় দেখলাম আমার যদি একটা সিম্বয়ান সেট থাকত তাহলে আমি আরো চমৎকার সব এপ্লিকেশন ইউজ করতে পারি।যেখানে এই সেট টা জাভা সাপোর্টেড।ব্যাস টাকা জমানো শুরু করলাম।ইচ্ছা নকিয়া৭৬১০ কিনব।
কিছু টাকা জমল।আমার অনেক দিনের সুখ-দূ:খের সাথী বিশ্বস্ত বন্ধু সি৬৫ টাকে বেচে দিলাম
দূ:খটা এখানেই শুরু যখন জমানো এবং সেট বিক্রি করা টাকা সবগুলা একসাথে গাপ
একটু একটু করে আবার কিছু টাকা জমিয়েছিলাম কিন্তু সেটছাড়া ছিলাম পরে প্রায় এক বছর।কারন পরবর্তীতে জমানো টাকাগুলো খরছ হয়ে গেসিল আমার পিসি আপগ্রেডের কাজে।
ভাল থাকবেন সবাই।আপনাদের প্রথম মোবাইলের অভিজ্ঞতা জানাতে পারেন আমাকে/সবাইকে।
পোষ্ট আইডিয়া নাহিন
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




